রাশিয়া থেকে নাকি আর তেল কিনবে না ভারত : ট্রাম্প

১৬ অক্টোবর : রাশিয়া থেকে নাকি আর তেল কিনবে না ভারত (Russian oil)। এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। শুধু তাই নয়, এনিয়ে নাকি ট্রাম্পকে আশ্বস্ত করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বুধবার ট্রাম্পের এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। যদিও ট্রাম্পের দাবি নিয়ে এখনও মুখ খোলেনি ভারত।

গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা ভারতের অব্যাহত রাখা নিয়ে প্রধানমন্ত্রী মোদির কাছে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সেই অর্থের মাধ্যমেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে সুবিধা হচ্ছে রুশ প্রেসিডেন্টের। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘আমি খুশি ছিলাম না যে ভারত তেল কিনছে। কিন্তু তিনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আজ আমাকে আশ্বস্ত করেছেন যে, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। এটি একটি বড় পদক্ষেপ। এখন আমরা চিনকেও একই কাজ করতে বাধ্য করব।’

ট্রাম্প এও দাবি করেছেন, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করা জন্য ক্রমাগত কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি। তারপরই এই আশ্বাস দিয়েছেন মোদি। তবে ট্রাম্প একথাও জানিয়েছেন যে, ভারত এখনই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে পারবে না। তাঁর কথায়, ‘এটা একটা প্রক্রিয়া, সঙ্গে সঙ্গে বন্ধ করা সম্ভব নয়। কিন্তু খুব শীঘ্রই সেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে।’ এরপর আমেরিকা ভারতকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখে কিনা, এবিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প মোদিকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আমার একজন বন্ধু। আমাদের একটি দুর্দান্ত সম্পর্ক রয়েছে।’

Spread the News
error: Content is protected !!