উপরাষ্ট্রপতি পদে প্রার্থী দিল ইন্ডিয়া জোট

১৯ আগস্ট : সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেডিকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করল ইন্ডিয়া জোট। মঙ্গলবার দুপুরে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিচারপতির নাম ঘোষণা করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে।

সোমবার সন্ধ্যায় খড়্গের বাসভবনে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে বিরোধী শিবিরের বৈঠক বসে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ফের কংগ্রেস সভাপতির বাড়িতে সংসদের সব বিরোধী দলের নেতাকে নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল। জল্পনা ছিল, ওই বৈঠকের পরেই আনুষ্ঠানিক ভাবে ইন্ডিয়া জোটের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। সেই মতো মঙ্গলবার দুপুরে প্রাক্তন বিচারপতি রেড্ডির নাম ঘোষণা করলেন খড়্গে।

উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী না-দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুরোধ রাখল না বিরোধী জোট। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিপি রাধাকৃষ্ণণকে উপরাষ্ট্রপতি পদে বসানোর যে স্বপ্ন শাসক দেখেছিল, তা সফল হল না।

Spread the News
error: Content is protected !!