মধ্যস্থতা নয়, বরং ভারত ও পাকিস্তান সরাসরি আলোচনা চায় আমেরিকা

১২ মে : মধ্যস্থতা নয়, বরং ভারত ও পাকিস্তান সরাসরি আলোচনা করুক। এমনটাই চাইছে আমেরিকা। একথা জানিয়েছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। এর আগে দুই দেশের মধ্যে মধ্যস্থতার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই অবস্থান থেকে সরে এসে সরাসরি আলোচনার পক্ষে সমর্থন জানালেন রুবিও।

মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, রবিবার ব্রিটেনের বিদেশসচিব ডেভিড ল্যামির (David Lammy) সঙ্গে কথা বলেন রুবিও। ভারত-পাকিস্তান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে। ব্রুসের দাবি, রুবিও ও ল্যামি দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি বজার রাখার এবং যোগাযোগের মাধ্যম খোলা রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন। এরপরই রুবিও জানিয়েছেন, ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে সরাসরি কথা বলুক। এতে পূর্ণ সমর্থন রয়েছে আমেরিকার। এমনকি ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার চলমান প্রচেষ্টাকেও উৎসাহিত করেছেন তিনি।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

মধ্যস্থতা নয়, বরং ভারত ও পাকিস্তান সরাসরি আলোচনা চায় আমেরিকা
Spread the News
error: Content is protected !!