কুপওয়ারায় ভারত ও পাক সেনার  গুলির লড়াই

২১ সেপ্টেম্বর : নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ফের উত্তেজনা। শনিবার কুপওয়ারার নওগাম সেক্টরে এলওসিতে ভারত ও পাক সেনার মধ্যে গুলি বিনিময় হয়েছে। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সূত্রটি জানিয়েছে, ‘নিয়ন্ত্রণ রেখা বরাবর দু’পক্ষের মধ্যে ছোট অস্ত্রের গুলি বিনিময় হয়েছে। তবে এটা যুদ্ধবিরতি লঙ্ঘনের সমান নয়।’

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা ১৫ নাগাদ গুলিবর্ষণ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে দফায় দফায় গুলিবর্ষণ হয়েছে। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সেনাবাহিনীর তরফেও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।

পহলগাম কাণ্ডের পর মে মাসে পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত হেনে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল ভারতীয় সেনা। তার পর পালটা হামলা চালায় পাকিস্তান। চার দিন সীমান্ত উত্তেজনা ছিল। এরপর যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। তার পর সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে ঠিকই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা আটকে দিয়েছে নিরাপত্তা বাহিনী। নিকেশ করা হয়েছে জঙ্গিদের।

Spread the News
error: Content is protected !!