কালাছড়ার শ্রীপল্লী রোডের পাকা সড়ক উদ্বোধন
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : পাথারকান্দি বিধানসভার লোয়াইরপোয়া ব্লকের বাজারিছড়া জিপির কালাছড়ার শ্রীপল্লী রোডের বহু প্রতীক্ষিত পাকা সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে। লোয়াইরপোয়া জেলা পরিষদের প্রাক্তন সদস্যা সহেলি দে-র উদ্যোগে এই সড়কটি নির্মাণ করা হয়েছে, যা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল।জানা গেছে, শ্রীভূমি জেলা পরিষদের পঞ্চদশ তহবিলের ২০২৩-২৪ অর্থ বছরের দ্বিতীয় কিস্তি থেকে ৫ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ করে এই সড়ক নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল, যা অবশেষে সমাধান হলো।
রবিবার আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা কিষান মোর্চার সভাপতি অমিতাভ দে, প্রাক্তন জেলা পরিষদ সদস্যা সহেলি দে, বাজারিছড়া জিপির প্রাক্তন সভানেত্রী যোগমায়া পাল, প্রাক্তন এপি সদস্য মাংলেম সিংহ, প্রাক্তন গ্রুপ সদস্য বিক্রম সিংহ প্রমুখ সহ অন্যান্যরা। এই সড়কটি লোয়াইরপোয়া-কানমুন সড়কের সঙ্গে সংযোগ স্থাপন করে শ্রীপল্লীর কনক চক্রবর্তীর বাড়ি পর্যন্ত পৌঁছেছে। দীর্ঘদিন ধরে পথটি ভগ্নদশায় থাকলেও সংশ্লিষ্ট জিপি কর্তৃপক্ষের নজরে আসেনি। তবে সহেলি দে স্বপ্রণোদিত হয়ে উদ্যোগ নিয়ে এটি নির্মাণ করেন।
এ প্রসঙ্গে সহেলি দে বলেন, “এলাকার বহু পরিবারের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এই রাস্তা, যা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। আমি বিষয়টি জানতে পেরে সরেজমিনে পরিদর্শন করি এবং দ্রুত নির্মাণের উদ্যোগ নিই। এখন সড়কটি পাকা হওয়ায় জনসাধারণ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।” এদিকে, স্থানীয়রা সহেলি দে-র এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার উন্নয়নমূলক কাজের প্রশংসা করেছেন। বিগত কার্যকালে তার তত্ত্বাবধানে আরও অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।