গান্ধীমেলায় কাজী নজরুল ইসলামের চিত্র প্রদর্শনীর উদ্বোধন
বরাক তরঙ্গ, ১৬ মার্চ : শিলচর গান্ধীমেলা প্রাঙ্গণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। কবির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্র প্রদর্শনীর আয়োজন করে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন সমিতি, কাছাড়। রবিবার এই প্রদর্শনী উদ্বোধন করেন সমিতির সভাপতি তথা বিশিষ্ট সমাজকর্মী শিহাবউদ্দিন আহমদ। এই প্রদর্শনীতে কবির জীবনের বিরল কিছু ফটোগ্রাফি দিয়ে সাজানো হয়েছে। স্বাধীনতা আন্দোলনের সময়ে ব্রিটিশ রাজশক্তির শোষণ, জুলুম, অত্যাচারের বিরুদ্ধে কবি যেভাবে প্রতিবাদ করেছেন, লেখনীর মাধ্যমে বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছেন ঠিক তেমনি সামাজিক ভেদাভেদ, ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করেছেন। স্বাধীনতার ৭৮ বছর পর আমাদের সমাজ জীবনে সাধারণ মানুষের শোষন মুক্তি হয়নি, স্বার্থান্বেষী, শোষকরা মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিয়ে ধর্মান্ধ করে রাখতে চাইছেন। সমগ্র বিশ্বেই এই শোষণ অব্যাহত, তাই বর্তমান সময়ে শোষণহীন সমাজ গঠনের লক্ষ্যে কাজী নজরুল ইসলামের শিক্ষাকে পাথেয় করে আমাদের এগোতে হবে বলে বক্তারা আহ্বান জানান।

এই অনুষ্ঠানের শুরুতেই প্রারম্ভিক বক্তব্য রাখেন সমিতির অন্যতম সদস্য অধ্যাপক ড. অজয় রায়। উপস্থিত দর্শনার্থীরা এই চিত্র প্রদর্শনীতে উদ্বুদ্ধ এবং মুগ্ধ হয়েছেন বলে অনেকেই উল্লেখ করেছেন। সমিতির পক্ষ থেকে শুভবুদ্ধি সম্পন্ন সকল নাগরিকদের এই প্রদর্শনী উপভোগ করার জন্য আহ্বান জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধন পুরকায়স্থ, নির্মল দাস, সুব্রত নাথ, প্রবীর রায় চৌধুরী, মলয় ভট্টাচার্য, সরল পাল, ভবতোষ চক্রবর্তী, চাম্পালাল দাস, সত্যজিৎ গুপ্ত প্রমুখ।
