উড়িয়া টিলায় সুরভী পাঠদান কেন্দ্রের সূচনা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : কেশব স্মারক সংস্কৃতি সুরভীর বিভিন্ন সমাজসেবা কাজের মধ্যে নতুন করে শিলচর শহরতলী উত্তর কৃষ্ণপুর উড়িয়া টিলা এলাকায় শুরু হল সুরভী পাঠদান কেন্দ্র। সোমবার ভারত মাতার প্রতিকৃতির সামনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এই পাঠদান কেন্দ্রের সূচনা হয়। পাঠদান কেন্দ্রের সূচনা অনুষ্ঠানে মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করেন শেফালী ভারতী। এছাড়া সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন দুই যুগ্ম সম্পাদক সজল কুমার দেব ও সৌমিত্র দত্তরায়, আরএসএসের প্রচারক কমল কুমার, স্থানীয় সুরভী কমিটির পক্ষে সন্ধ্যা তাঁতী এবং পাঠদান কেন্দ্র সঞ্চালিকা তথা শিক্ষিকা ঝর্ণা তাঁতী।

আধুনিক শিক্ষার সঙ্গে সঙ্গে সংস্কার, দেশভক্তি, সমাজসেবা ইত্যাদি বিষয়ে শিক্ষাদান করে এক সুনাগরিক হিসাবে গড়ে তোলাই সুরভী সংস্থার পাঠদান কেন্দ্রের মুখ্য উদ্দেশ্য বলে বিভিন্ন বক্তারা বলেন।

উড়িয়া টিলায় সুরভী পাঠদান কেন্দ্রের সূচনা
Spread the News
error: Content is protected !!