মালুগ্রাম পঞ্চানন শিববাড়িতে “হিন্দু লিগ্যাল এইড ক্লিনিক”-এর উদ্বোধন
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ জুলাই : শিলচরের মালুগ্রাম পঞ্চানন শিববাড়িতে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে “হিন্দু লিগ্যাল এইড ক্লিনিক”-এর উদ্বোধন হয়। লিগ্যাল এইড ক্লিনিকটি বিশ্ব হিন্দু পরিষদের বিধি প্রকোষ্ঠ (আইনি বিভাগ), দক্ষিণ-পূর্ব প্রান্ত, কাছাড় জেলার ব্যবস্থাপনায় পরিচালিত হবে। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের ধর্ম প্রসার বিভাগের গুয়াহাটি ক্ষেত্র প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল; বিধি প্রকোষ্ঠ (আইনি বিভাগ)-এর গুয়াহাটি ক্ষেত্র প্রমুখ ও বিশিষ্ট আইনজীবী শান্তনু নায়েক; দক্ষিণ-পূর্ব প্রান্তের সংযোজক আইনজীবী দিলীপকুমার দাস; সহ সংযোজক আইনজীবী সৌমেন ভট্টাচার্য; এবং বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী ধর্মানন্দ দেব, বিরু রঞ্জন নাথ, মমিতা মালাকার, বৈশালি ভাওয়াল ও রিমলি শীল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই উদ্যোগ শুধু একটি আইনি সহায়তা কেন্দ্র নয়, এটি হিন্দু সমাজের দুর্বল ও বঞ্চিত শ্রেণির মানুষের জন্য সুবিচার প্রাপ্তির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্ব হিন্দু পরিষদ চায়, প্রতিটি হিন্দু নাগরিক তাঁর আইনগত অধিকার সম্পর্কে সচেতন হোক এবং প্রয়োজনে যথাযথ সহায়তা পান।”
উল্লেখ্য, কেন্দ্রের মূল উদ্দেশ্য হল হিন্দু সমাজের নির্যাতিত, নিপীড়িত, ভূমিহীন এবং ন্যায়বিচার থেকে বঞ্চিত জনগণের পাশে দাঁড়ানো এবং তাঁদের বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করা। জমি সংক্রান্ত বিরোধ, পারিবারিক ও উত্তরাধিকার আইন, এবং ধর্মীয় প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে এই ক্লিনিক থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হবে। এই ক্লিনিকটি প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার জনসাধারণের জন্য