প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়ার চেষ্টা আইনজীবীর! শোরগোল সুপ্রিম কোর্টে

৬ অক্টোবর : প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়ার চেষ্টা। সোমবার এমনই এক নাটকীয় ঘটনার সাক্ষী রইল সুপ্রিম কোর্ট।সংবাদপত্রের সাবস্ক্রিপশন

জানা গিয়েছে, এদিন একটি মামলার শুনানি চলাকালীন এক আইনজীবী প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়ার চেষ্টা করেন বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে আদালত কক্ষে থাকা নিরাপত্তারক্ষীরা ওই হামলকারী আইনজীবীকে বাইরে নিয়ে যায়। তখনই তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘ভারত সনাতন ধর্মের অপমান সহ্য করবে না।’ সূত্রের খবর, প্রধান বিচারপতির এক মন্তব্যে সনাতন ধর্মের অপমান হয়েছে এই অভিযোগেই জুতো ছোড়া হয়েছে।

যদিও এই ঘটনায় বিন্দুমাত্র প্রভাবিত হননি দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই। তিনি এই ঘটনার প্রথম থেকে শেষ অবধি শান্তই ছিলেন। আইনজীবীর এই কাণ্ডের পর এজলাসের কার্যক্রম কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়েছিল। যদিও তারপর ফের স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি। এরপরই এনিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘এসব দেখে বিভ্রান্ত হবেন না। এই বিষয়গুলি আমাকে প্রভাবিত করে না। শুনানি চালিয়ে যান।’ এদিকে, অভিযুক্ত আইনজীবীকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Spread the News
error: Content is protected !!