বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে শ্রীভূমি জেলায় সচেতনতা কর্মসূচি পালন
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : শুক্রবার বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে শ্রীভূমি জেলা জুড়ে নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম, জনসম্পর্ক অভিযান ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। এ বছরের প্রতিপাদ্য “ম্যালেরিয়া শেষ আমাদের সাথে: পুনর্বিনিয়োগ করুন, পুনরায় কল্পনা করুন, পুনরুজ্জীবিত করুন” ম্যালেরিয়া নির্মূলে জেলার অঙ্গীকারকে নতুন প্রেরণা দেয়। কার্যক্রমের সূচনা হয় এক সচেতনতামূলক পদযাত্রার মাধ্যমে, যার উদ্বোধন করেন শ্রীভূমি জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ সুমনা নাইডিং। শ্রীভূমি সিভিল হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক (পরিবার কল্যাণ) ডাঃ মতিন্দ্র সূত্রধর, জেলা মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী, এনসিভিবিডিসি এর জেলা পরামর্শক দেবজিত দে, ডিইআইসি ম্যানেজার মানিশা রায় ঘোষ এবং ডিপিএম হানিফ মোঃ কে. আলম। রবীন্দ্র সদন গার্লস কলেজের এনসিসি ক্যাডেট ও নার্সিং শিক্ষার্থীরা এই পদযাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
ডাঃ নাইডিং বলেন, ম্যালেরিয়া এখনও একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হলেও, জনসচেতনতা, দ্রুত শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক পদক্ষেপের মাধ্যমে আমরা ম্যালেরিয়া নির্মূল করতে পারি। ডা. সূত্রধর জানান, বিগত কয়েক বছরে শ্রীভূমি জেলায় ম্যালেরিয়া সংক্রমণের হার কমেছে। এই অগ্রগতি বজায় রাখতে সমাজের সকল স্তরের সমন্বিত প্রচেষ্টা জরুরি। পাশাপাশি সুমন চৌধুরী বলেন, জেলা জুড়ে চলেছে বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড। মশার উৎপত্তিস্থল ধ্বংস, মশারি ব্যবহারের গুরুত্ব এবং সময়মতো চিকিৎসা নেওয়ার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। হানিফ মোঃ কে. আলম জানান, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সচেতনতা র্যালিতে অংশগ্রহণ করে পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ নিয়ে শ্লোগান তোলে। এএসএইচএ কর্মীদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা আরও বাড়ানো হয়েছে।

দেবজিত দে জানান, নিয়মিত প্রচেষ্টা ও জনসম্পৃক্ততার মাধ্যমে আমরা শ্রীভূমিকে ম্যালেরিয়া-মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে পারব। এ উপলক্ষে ব্লক স্তরে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক সভা, পদযাত্রা, ইনসেক্টিসাইড ট্রিটেড বেডনেট বা মশারি বিতরণ শিবির, বাড়ি বাড়ি গিয়ে জ্বর পরীক্ষা এবং স্কুলে সচেতনতা সেশন। পাশাপাশি দুর্গম এলাকায় জ্বর স্ক্রিনিং ক্যাম্পের মাধ্যমে সকলকে এই প্রচেষ্টার অন্তর্ভুক্ত করা হয়।
