দ্বিতীয় দফায় ১১৯ জন অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে আমেরিকা

১৫ ফেব্রুয়ারি : দু’দিনের আমেরিকা সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক ইস্যুতে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মাঝেই এবার দ্বিতীয় দফায় বেআইনি অভিবাসীদের ভারতে ফেরত পাঠাচ্ছে আমেরিকা। জানা গিয়েছে, ১১৯ জনকে নিয়ে শনিবার রাতে একটি বিমান নামবে অমৃতসরে। তাঁদের অর্ধেকের বেশি পঞ্জাবের। তবে ওই অভিবাসীদের মার্কিন বিমানে ফেরত পাঠানো হবে, না ভারত সরকারের তরফে বিমানের ব্যবস্থা করা হয়েছে, তা এখনও নিশ্চিত জানা যায়নি।

আমেরিকার প্রেসিডেন্ট পদে আসীন হয়েই অবৈধ অভিবাসন নিয়ে কড়া অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে আমেরিকার একটি সামরিক বিমান ‘সি-১৭’-এ করে প্রথম দফায় ১০৪ জন ভারতীয়কে ফেরানো হয়েছিল। যাঁর মধ্যে বেশিরভাগই ছিলেন পঞ্জাব, হরিয়ানা এবং গুজরাটের। তবে সেইসময় অভিযোগ উঠেছিল, তাঁদের পায়ে শিকল বেঁধে (Chained) ও হাতকড়া পরিয়ে (Handcuffed) বিমানে করে ফেরত পাঠানো হয়েছে। এনিয়ে কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছিল কেন্দ্রকে। জানা গিয়েছে, অভিবাসীদের নিয়ে আরও একটি বিমান ১৬ ফেব্রুয়ারি আসার কথা রয়েছে।

দ্বিতীয় দফায় ১১৯ জন অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে আমেরিকা
দ্বিতীয় দফায় ১১৯ জন অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে আমেরিকা
Spread the News
error: Content is protected !!