গোলকগঞ্জে আক্রাসুর মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত একাধিক, বনধের ডাক
বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : আক্রাসুর আন্দোলনে উত্তাল ধুবড়ির গোলকগঞ্জ। বুধবার রাতে গোলকগঞ্জে পুলিশের লাঠিচার্জে কয়েকজন প্রতিবাদকারী আহত হন। এই ঘটনার পরপরই আক্রাসু ১২ ঘণ্টার ধুবড়ি জেলা বনধের ডাক দেয়। বনধ চলাকালীন জেলা আকরাসুর নেতৃত্বে ১৭ নম্বর জাতীয় সড়কের হাকামা ও সাপটগ্রামে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে প্রতিবাদ জানানো হয়।
অন্যদিকে, বুধবার গভীর রাতে গোলকগঞ্জে উপস্থিত হন ধুবড়ির সিনিয়র পুলিশ অধীক্ষক লীনা দলে। তাঁর গাড়ি আটকিয়ে আকরাসুর কর্মীরা তীব্র প্রতিবাদে ফেটে পড়েন। স্লোগানে মুখরিত হয় চারদিক— “লীনা দলে হায় হায়, লীনা দলে মুর্দাবাদ, লীনা দলে গো ব্যাক”।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় গোলকগঞ্জে আক্রাসু একটি বিশাল সমাবেশ করেছিল। সেই সমাবেশে বাধা দেওয়ার উদ্দেশ্যে ধুবড়ি জেলা পুলিশ বিপুল সংখ্যক পুলিশ, সিআরপিএফ ও কমান্ডো মোতায়েন করেছিল।
প্রতিবাদকারীরা গোলকগঞ্জের চিলারায় মহাবিদ্যালয় থেকে গোলকগঞ্জ বাজার অভিমুখে মিছিল নিয়ে এগোতে থাকলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে পুলিশ ও সিআরপিএফ লাঠিচার্জ চালায়।
ফলস্বরূপ, অর্ধশতাধিক আকরাসু নেতা-কর্মী সহ বহু নারী-পুরুষ আহত হন। আহতদের সঙ্কটজনক অবস্থায় গোলকগঞ্জ হাসপাতাল নিয়ে যাওয়া হয়, যদিও কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।