কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে “একটি কলি দুটি পাতা” প্রকল্পের প্রচার সভা ইছাবিল চা-বাগানে
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ জুলাই : শ্রীভূমি জেলা পাথারকান্দি বিধানসভার কেন্দ্রের আওতাধীন লোয়াইরপোয়া ব্লকের ইছাবিল চা-বাগানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অভিলাষী প্রকল্প “একটি কলি দুটি পাতা”-কে কেন্দ্র করে এক সভার আয়োজন করা হয় বুধবার সন্ধায়। এতে অসংখ্য বাগান শ্রমিক সহ দলীয় নেতাকর্মী উপস্থিতিতে ইচাবিল নাচঘরে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল।
অনুষ্ঠানের সূচনায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বালন করে সভার সূচনা করেন। এরপর সভানেত্রী সবিতা কুর্মি তাঁকে গামছা পরিয়ে ও শিব-পার্বতীর একটি প্রতিচিত্র উপহার দিয়ে আন্তরিক অভ্যর্থনা জানান। পরবর্তী সময়ে আয়োজকদের পক্ষ থেকে অন্যান্য অতিথিদেরও যথাযোগ্যভাবে বরণ করা হয়।
সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল চা শ্রমিকদের উদ্দেশে “একটি কলি দুটি পাতা” প্রকল্পের উদ্দেশ্য ও উপকারিতা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে চা শ্রমিকদের এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা সরাসরি তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হবে।

২০০ বছর পূর্তি উপলক্ষে অসমের চা শিল্পকে সম্মান জানাতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্পে ইচাবিল চা-বাগানের প্রায় নয় শতাধিক শ্রমিক উপকৃত হবেন বলে আশা করে
ইছাবিল গ্রাম পঞ্চায়েত সভানেত্রী সবিতা কুর্মী বলেন, এই প্রকল্প চা-বাগানের পিছিয়ে পড়া জনপদের মানুষের কাছে এক আলোর দিশা।রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল যেভাবে সরাসরি মানুষের দরজায় পৌঁছে সমস্যার সমাধানে উদ্যোগ নিচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। পরে সভায় প্রকল্পের প্রাপ্যতা ও প্রপত্র বিতরণের প্রক্রিয়া সম্পর্কে শ্রমিকদের সচেতন করা হয় এবং যোগ্য সুবিধাভোগীদের তালিকা অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশ দেওয়া হয়।

এই সুন্দর ও সুশৃঙ্খল সভার সফল সমাপ্তিতে সভানেত্রী সবিতা কুর্মি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
চা শ্রমিকদের মুখে ছিল কৃতজ্ঞতার ছাপ। তাঁরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই প্রকল্প তাঁদের জীবনে বাস্তবিক অর্থেই নতুন আশার আলো জ্বালাবে।
অনুষ্ঠানে বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন ইচাবিল চা-বাগানের ম্যানেজার কিরণ প্রসাদ যাদব, নবনির্বাচিত ইচাবিল গ্রাম পঞ্চায়েত সভানেত্রী সবিতা কুর্মি, লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্য স্বপনকুমার দাস, চান্দখিরা জেলা পরিষদ সদস্য অনিলকুমার ত্রিপাঠি, সমাজসেবী রতন কুর্মি বাগান, পঞ্চায়েত সভাপতি রাজু কুর্মি, বিজেপি নেতা সত্য নারায়ণ সালিয়া ও চন্দন সালিয়া সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। এছাড়া এই সভায় স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরাও সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।