সমাজ পরিবর্তনের আন্দোলনে যুবকদের জ্ঞান চর্চা জরুরী : প্রজ্জ্বল দেব
বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : যুব সংগঠন এআইডিওয়াইও এর কাছাড় জেলা কমিটি এবং হাইলাকান্দি শাখার উদ্যোগে হাইলাকান্দি ভোটের বাজার অঞ্চলে অর্ধশতাধিক নির্বাচিত যুবকদের এক পলিটিক্যাল ক্লাস অনুষ্ঠিত হয়। রবিবার সংগঠনের অসম রাজ্য কমিটির অন্যতম সহসভাপতি ময়ূখ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ক্লাসে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের অসম রাজ্য কমিটি কমিটির অন্যতম সদস্য প্রজ্জল দেব। শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন এআইডিআইওর কাছাড় জেলা কমিটির সম্পাদক বিজিতকুমার সিনহা। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এসইউসিআই কমিউনিস্ট দলের হাইলাকান্দি জেলা সাংগঠনিক কমিটির সম্পাদক প্রভাস সরকার।
মূল বক্তার ভাষনে প্রজ্জল দেব সমাজ প্রগতি এবং পরিবর্তনে যুবকদের উল্লেখযোগ্য ভূমিকার কথা উল্লেখ করে সমস্ত ধরনের অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে যুবসমাজকে উন্নত নীতি-নৈতিকতার আধারে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সভায় সর্বসম্মতিক্রমে আসাম সরকারের মিশন বসুন্ধরা নামে নাম জারি থেকে লক্ষ লক্ষ মানুষকে বঞ্চিত করার চক্রান্তের বিরুদ্ধে গন আন্দোলন গড়ে তোলার এক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।