ভোরে ভয়ঙ্কর দুর্ঘটনা! ৯ কাঁওয়ার যাত্রীর মৃত্যু

২৯ জুলাই : ভয়াবহ দুর্ঘটনার শিকার কাঁওয়ার যাত্রীরা। ঝাড়খণ্ডের দেওঘরে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই লরির সঙ্গে কাঁওয়ারিয়াদের বাসের ধাক্কায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

দুর্ঘটনাটি মঙ্গলবার ভোর প্রায় ৪-৩০ টায় দেওঘরের মোহনপুর থানার অন্তর্গত জামুনিয়া জঙ্গল সংলগ্ন এলাকায় ঘটে। পুণ্যার্থীরা সবাই বিহারের গয়া জেলা থেকে ওই মন্দিরে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। বিহারের সুলতানগঞ্জ থেকে গঙ্গার জল নিয়ে প্রথমে তাঁরা দেওঘরে অর্থাৎ বাবা বৈদ্যনাথধাম মন্দিরে জল ঢালেন। এরপর রীতি মেনে সেখান থেকে তাঁরা রওনা দেন দুমকা জেলার বাসকীনাথ মন্দিরের পথে। তখনই ঘটে এই দুর্ঘটনা।

একটি ৩২-আসনের বাস জামুনিয়া জঙ্গলের কাছে একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে,” পিটিআইকে জানিয়েছেন দমকা জোনের ইনস্পেক্টর জেনারেল (আইজি) শৈলেন্দ্র কুমার সিংহ।আইজি আরও বলেন, সংঘর্ষের পর বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এতে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে, সাংসদ নিশিকান্ত দুবে এক্স হ্যান্ডেলে এক পোস্টে দাবি করেছেন যে এই দুর্ঘটনায় ১৮ জন কাঁওয়ারিয়া প্রাণ হারিয়েছেন।

তিনি লিখেছেন, “শ্রাবণ মাসে আমার লোকসভা কেন্দ্র দেওঘরে কাঁওয়ার যাত্রার সময় একটি বাস-ট্রাক দুর্ঘটনায় ১৮ জন ভক্তের মৃত্যু হয়েছে। বাবা বৈদ্যনাথজি যেন তাঁদের পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন।”

তবে, ডুমকা আইজি নিশ্চিত করেছেন যে মাত্র পাঁচজনের মৃত্যু হয়েছে, এবং আরও দু’জন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কাঁওয়ারিয়াদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

এ দিকে, সর্বশেষ খবরে জানা যায় মৃতের সংখ্যা ৯ এ দাঁড়িয়েছে।

Spread the News
error: Content is protected !!