জনজাতি পরিক্রমা মন্ত্রণালয়ে “ধর্তিআবা অভিযান” শীর্ষক সচেনতা কার্যসূচি

পিএনসি, লঙ্কা।
বরাক তরঙ্গ, ১৪ জুন : হোজাই জেলার সদর শ্রীমন্ত শঙ্করদেব নগর জেলা আযুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে জেলা আযুক্ত বিদ্যুৎ বিকাশ ভাগবতী এক সাংবাদিক সম্মেলন আহ্বান করে জনজাতি পরিক্রমা মন্ত্রণালয়ের অধীনে ধর্তিআবা শীর্ষক সচেনতা কার্যসূচি সম্পর্কে সাংবাদিকদের অবগত করেন। তিনি বলেন, জনজাতি পরিক্রমা মন্ত্রণালয় আগামী ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ধর্তিআবা অভিযান সচেনতা এবং লাভের পরিপূরক শিবির শীর্ষক এক কেন্দ্রীভূত অভিযান আরম্ভ করার পরিকল্পনা করা হয়েছে যার উদ্দেশ্য হচ্ছে পর্যাপ্ত ব্যক্তিগত প্রাপ্য গুলো পরিপূর্ণ করা এবং গ্রাম উৎকর্ষ অভিযান (DAJGUA) সম্পর্কে সচেনতা সৃষ্টি করা।

সারা ভারতের সঙ্গে ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত হোজাই জেলাতে ধর্তিআবা অভিযান পালন করা হবে যেখানে জেলার জনজাতীয় সংখ্যাগরিষ্ঠ গ্রাম পর্যায় এবং ক্লাস্টার পর্যায়ের শিবিরের মাধ্যমে সোজাগতা এবং সেবা প্রধান কার্যসূচির আয়োজন করা হবে।

Spread the News
error: Content is protected !!