কড়া নিরাপত্তার মাঝে লালকেল্লার সামনে ৫ বাংলাদেশি গ্রেফতার
৫ আগস্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে লালকেল্লা এলাকায় কড়া নিরাপত্তার মাঝে বাংলাদেশি সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। পুলিশ জানায়, ওই ব্যক্তিরা লালকেল্লায় প্রবেশের চেষ্টা করছিলেন অথচ তাঁদের কাছে কোনও অনুমতিপত্র ছিল না। ফলে সন্দেহ হওয়ায় তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পরে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তাঁদের প্রকৃত পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া চলছে।
দিল্লি পুলিশের দাবি, ধৃত পাঁচ জনই বাংলাদেশি নাগরিক এবং তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, তাঁরা তিন-চার মাস আগে ভারতে আসেন এবং দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। তাঁদের কাছ থেকে বাংলাদেশি নথিপত্রও উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
লালকেল্লা সাধারণ মানুষের জন্য ১৫ জুলাই থেকেই বন্ধ। স্বাধীনতা দিবসকে সামনে রেখে সেখানে চলছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের দাবি, ওই পাঁচ জন হয়তো বিষয়টি জানতেন না, তাই ঢোকার চেষ্টা করেন। যদিও এখনও পর্যন্ত তাঁদের কাছ থেকে কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে দিল্লি পুলিশের উত্তর জেলার ডেপুটি কমিশনার রাজা বান্থিয়া।