মাঝ আকাশে শিলাবৃষ্টিতে বিমানের সামনের অংশ ভেঙে পড়ল, পাইলটের অক্লান্ত চেষ্টায় নিরাপদে অবতরণ

২১ মে : মাঝ আকাশে তীব্র এয়ার টার্বুল্যান্সের কবলে পড়ল ইন্ডিগো সংস্থার দিল্লি থেকে শ্রীনগরগামী একটি উড়ান। বুধবার সন্ধ্যায় দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় আচমকাই আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে যায়। এর ফলে মাঝ আকাশে বিপদে পড়েছিল ইন্ডিগোর ফ্লাইট ৬ই২১৪২।

এ দিন বিকেল থেকেই গোটা উত্তর ভারতে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। দিল্লিতে প্রায় ৯৭ কিমি বেগে ঝড় হয়। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তার জেরে। এহেন প্রতিকূল আবহাওয়ার মধ্যেই শ্রীনগরের উদ্দেশে যাত্রা শুরু করে ইন্ডিগোর একটি বিমান। 6E2142 বিমানটি আকাশে ওড়ার পর থেকেই বারবার খারাপ আবহাওয়ার শিকার হয়।

প্রবল ঝাঁকুনি শুরু হয় বিমানের মধ্যে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিমানের গায়ে আছড়ে পড়তে থাকে একের পর এক শিলা। তাতে আরও বেশি করে কাঁপতে থাকে গোটা বিমানটি। ভয় ধরানো এমন বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। তবে প্রচুর সমস্যার মধ্যেও বিকেল সাড়ে ৬টা নাগাদ পাইলটের অক্লান্ত চেষ্টায় বিমানটি নিরাপদে অবতরণ করে শ্রীনগর বিমানবন্দরে। নামার পরে দেখা যায়, ভেঙে গিয়েছে উড়ানের সামনের দিকের কিছুটা অংশ।

মাঝ আকাশে শিলাবৃষ্টিতে বিমানের সামনের অংশ ভেঙে পড়ল, পাইলটের অক্লান্ত চেষ্টায় নিরাপদে অবতরণ
Spread the News
error: Content is protected !!