মহাকুম্ভে লক্ষ লক্ষ টাকা আয়! মেলা শেষ হতেই নতুন গাড়ি কিনলেন সাধু, বিতর্ক তুঙ্গে

৪ মে : ২০২৫ সালের মহাকুম্ভের মেলা কত মানুষের ভাগ্য বদলে দিয়েছে। ছোটখাটো পসরা সাজিয়ে যাঁরা খানিকটা আয়ের আশা করেছিলেন, তাঁরাই এত টাকা উপার্জন করেছেন, নিজেরাই চমকে গেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাবা, সাধুদের ভিড় জমেছিল মেলায়। তাঁদের বিপুল উপার্জনও হয়েছে এবছর। মহাকুম্ভের প্রচুর উপার্জনের পরেই এক সাধুকে গাড়ি কিনতে দেখা গেল।

টানা ২০ বছর একহাত তিনি উপরে উঁচু করে রেখেছেন। কখনও হাত নামাননি। সেই সাধুই এবার গাড়ি কিনলেন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি মহাকুম্ভের মেলা শেষ হতেই এক সাধুকে দেখা গেল নতুন গাড়ির শোরুমে। সেখানে নতুন গাড়ি কিনে, চাবি হাতে ছবিও তুললেন তিনি। এমনকী গাড়ি চালিয়ে শোরুম থেকে বেরিয়েও যেতে দেখা গেল তাঁকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, বিতর্ক তুঙ্গে।

মহাকুম্ভের মেলায় এই সাধুও জনপ্রিয়তা অর্জন করেছিলেন। টানা ২০ বছর একহাত তিনি উপরে উঁচু করে রেখেছেন। কখনও হাত নামাননি। সেই সাধুই এবার গাড়ি কিনলেন। এমনকী তাঁকে গাড়ি চালাতেও দেখা গেল। গাড়ির শোরুমে, গাড়ির মধ্যেও একহাত তুলেই ছিলেন তিনি‌।

মহাকুম্ভে লক্ষ লক্ষ টাকা আয়! মেলা শেষ হতেই নতুন গাড়ি কিনলেন সাধু, বিতর্ক তুঙ্গে

ভিডিওটি পয়লা মে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। ইতিমধ্যেই চার লক্ষ মানুষ সেটি দেখেছেন। কেউ কেউ ক্ষোভ উগরে দিয়েছেন, কেউ মশকরা করেছেন, কেউ আবার সমর্থন করেছেন। একজন লিখেছেন, ‘উনি এবার কীভাবে গাড়ি চালাবেন? গাড়ির মধ্যেও একহাত তুলে রাখবেন?’ একজন লিখেছেন, ‘এত এত ভক্তের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলার ফল নিশ্চয়ই ভোগ করতে হবে।’ আবার কেউ কেউ লিখেছেন, যাতায়াতের সুবিধার্থে যে কেউ গাড়ি কিনতে পারেন। অযথা সমালোচনা বড্ড অপ্রয়োজনীয়।
খবর : আজকাল ডট ইন।

Spread the News
error: Content is protected !!