আন্তর্জাতিক মাস্টার্স ১০০ টেনিস টুর্নামেন্টের সূচনা শিলচরে

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : শিলচরের দ্য টেনিস ক্লাবের জন্য সোমবার ২৫ আগস্ট এক ঐতিহাসিক দিন হয়ে থাকল। এদিন আন্তর্জাতিক মাস্টার্স ১০০ টেনিস টুর্নামেন্টের সূচনা হল স্থানীয় এই ক্লাবের নিজস্ব কোর্টে। আসরের প্রথম দিন‌ই কোর্টে নেমেছেন আন্তর্জাতিক খেলোয়াড় ভুটানের পেমা নরবু। তিনি জেতেন মিজোরামের বেঞ্জামিন সাইলোর বিরুদ্ধে। ৬-৪, ২-৬ (১০-৭) সেটের ব্যবধানে।

শিলচরের খেলোয়াড়দের মধ্যে অভিষেক জৈন, আশিস জৈন এবং শিবাশিস দত্তগুপ্ত নিজেদের ম্যাচে জয়লাভ করেন। গোটা দিনে তিনটি কোর্টে মোট ২০টি ম্যাচ হয়েছে। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীবমোহন পন্থ, রামকৃষ্ণ মিশনের স্বামী গণধীশানন্দজি মহারাজ, টেনিস ক্লাবের সভাপতি, সচিব দেবাশিস স্বামী প্রমুখ। বিকালে খেলা দেখতে হাজির ছিলেন মন্ত্রী কৌশিক রায়। খেলা চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত।এছাড়াও উপস্থিত ছিলেন এনআইটি-র ডিরেক্টর দিলীপ কুমার বৈদ।

Spread the News
error: Content is protected !!