শিক্ষকদের বদলির নির্দেশ নিয়ে জেলা আয়ুক্ত কার্যালয়ে হুলস্থুল শ্রীভূমিতে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : শিক্ষকদের বদলির নির্দেশ নিয়ে জেলা আয়ুক্ত কার্যালয়ে হুলস্থুল কাণ্ড। শ্রীভূমি জেলার বদলি হওয়া শিক্ষক-শিক্ষিকাদের একাংশ বৃহস্পতিবার জেলা আয়ুক্ত কার্যালয়ে ছুটে যান। শিক্ষাবিভাগের অতিরিক্ত জেলা আয়ুক্তের কাছে দাবিপত্র পেশ করতে ভিড় জমান শিক্ষকরা। সেই সময় হঠাৎ জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী শিক্ষকদের ভিড় দেখে উপস্থিত হওয়ার কারণ জানতে চান।শিক্ষকদের মধ‍্যে দু-একজন নিজেদের অসুবিধের কথা তুলে ধরেন। তবে জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী স্পষ্ট জানান সরকারি নির্দেশ পালন করতে হবে সবাই। নিজ নিজ কর্মস্থলে কাজে যোগদান করতে হবে। যদি কোনও শিক্ষকের বিশেষ অসুবিধে থাকে তাহলে লিখিত আবেদন জানাতে পারেন। আবেদনের ভিত্তিতে সবকিছু খতিয়ে দেখা হবে বলে জানান জেলাআয়ুক্ত। এক মহিলা শিক্ষক  কিছুটা উচ্চস্বরে কথা বললে ক্ষোভে ফেটে পড়েন জেলা আয়ুক্ত। বলেন  কার্যালয়ে ভিড় করে কোনও লাভ হবে না। নির্দেশ অমান‍্য করলে কড়া ব‍্যবস্থা নেওয়া হবে।

রেশনালাইজেশনের নামে শ্রীভূমি জেলার নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলের ৬১৪ জন শিক্ষক-শিক্ষিকাকে বদলি করা হয়েছে। তাদেরকে ৩১ জুলাইর মধ্যে নিজ নিজ স্কুলে যোগদান সহ তিন দিনের মধ্যে শিক্ষাসেতু অ্যাপে নাম অন্তর্ভুক্ত করতে শিক্ষাবিভাগের তরফে নির্দেশ জারী করা হয়। মঙ্গলবার প্রকাশিত তালিকা দেখে শিক্ষকরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ কোনওধরণের গাইডলাইন না মেনে রেশনালাইজেশনের নামে শিক্ষকদের বদলি করা হয়েছে। 

Spread the News
error: Content is protected !!