সাইকেলে চড়ে এভারেস্ট বেস ক্যাম্পে!
২ এপ্রিল : সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৩৬৪ মিটার বা ১৭,৫৯৮ ফুট উচ্চতায় তুষারাবৃত একটা বেস ক্যাম্প। আরও ভালভাবে বললে এভারেস্ট বেস ক্যাম্প। এখান থেকেই শুরু হয় ‘এভারেস্ট ক্লাইম্বিং’।
সাধারণ মানুষ এই বেস ক্যাম্পে পৌঁছোনোর সাহস দেখান না খুব একটা। বাইকে করে যাওয়াটাই রীতিমত শক্ত কাজ। হেঁটে যাওয়া আরও কঠিন। আর তার থেকেও শক্ত কাজ ওই রাস্তায় সাইকেল চালানো। এই অসম্ভবকেই সম্ভব করেছেন বাংলার ছেলে জ্যোতিষ্ক বিশ্বাস।
