মরা কলাগাছেই ছড়ি, অলৌকিক শক্তি বলে জোর চর্চা মামবাড়িতে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু করে বসে, যা মানুষকে বিস্ময়ে হতবাক করে দেয়। ঠিক তেমনই এক ঘটনা ঘটেছে পাথারকান্দির মামবাড়ি গ্রামের এক গৃহস্থের বাড়ির পুকুর পারে যেখানে থাকা একটি মৃত কলাগাছ থেকে বেরিয়ে এলো একগুচ্ছ তাজা কলা!

দীর্ঘদিন ধরেই মৃত অবস্থায় দাঁড়িয়ে ছিল একটি কলাগাছ। পাতা ঝরে গেছে বহু আগে, গুঁড়ি ও আগা ছিল বিবর্ণ। এমন অবস্থায় কেউ ভাবতেও পারেনি, এই গাছটি আবার ফুটে উঠবে জীবনের স্বাক্ষর।

কিন্তু সব অনুমানকে মিথ্যে প্রমাণ করে, সেই গাছ থেকেই সম্প্রতি বেরিয়ে এসেছে একটি সুস্থ, সবুজ কলার ছড়ি! দৃশ্যটি প্রথম চোখে পড়তেই, এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেউ বলছেন, এটা অলৌকিক, কেউ বলছেন, প্রকৃতির খেলা আবার কেউ কেউ ভাবছেন, ভেতরে ভেতরে জীবিত ছিল গাছটি।

মরা কলাগাছেই ছড়ি, অলৌকিক শক্তি বলে জোর চর্চা মামবাড়িতে

স্থানীয় প্রবীণ কৃষি বিশেষজ্ঞদের মতে, কখনও কখনও গাছের মূল অংশে যদি কোষ বেঁচে থাকে, এবং উপযুক্ত পরিবেশ বিশেষ করে বর্ষার পর পর্যাপ্ত জল ও পুষ্টি পেলে তাহলে এমন ঘটনা বিরল হলেও অসম্ভব নয়।

গৃহ কর্মকর্তা জানা প্রায় চার মাস ধরে এই গাছ মরা অবস্থায় দাঁড়িয়ে ছিল। আমরা ভাবছিলাম কেটে ফেলব। কে জানত, এমন এক বিস্ময় অপেক্ষা করছে!”

মরা কলাগাছেই ছড়ি, অলৌকিক শক্তি বলে জোর চর্চা মামবাড়িতে

এই ঘটনাটি আবারও মনে করিয়ে দেয় প্রকৃতির কাছে সবকিছুই সম্ভব। কখন কোন মৃতপ্রায় শরীরেও জীবনের স্পন্দন জেগে ওঠে, বলা মুশকিল!

Spread the News
error: Content is protected !!