দু’দিনে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন সোনাই পুর এলাকায়

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : প্রতিকূল আবহাওয়ার দরুন দু’দিনে প্রতিমা বিসর্জনে সোনাইয়ে সম্পন্ন হল দুর্গোৎসব। শুক্রবার দ্বিতীয় দিনে ১৫টি প্রতিমা নিরঞ্জন করা হয় সোনাইর বিমলাংশু রায় বিসর্জনঘাটে। দু’দিনে পুর এলাকার ১৯টি প্রতিমা বিসর্জন করা হয়। পুলিশ প্রশাসনের পাশাপাশি বিসর্জন প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান সাহারুল আলম।

বৃহস্পতিবার প্রতিকুল আবহাওয়ার কারণে মাত্র ৪টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছিল। শুক্রবার আবহাওয়া অনুকুলে থাকায়  আনন্দময় পরিবেশে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন। সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন হওয়া   এলাকার নাগরিক, পুরসভা, পুলিশ প্রশাসন সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি নেতা তথা রাজ্য কাউন্সিল সদস্য ভজন সেন।

Spread the News
error: Content is protected !!