শিলচরে নীতিশ-হিমন্ত- পীযূষের কুশপুতুল পুুড়ালো যুব কংগ্রেস
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : শিলচরে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকার কুশপুতুল পুড়ালো যুব কংগ্রেস। বৃহস্পতিবার কাছাড় জেলা যুব কংগ্রেসের কর্মকর্তারা শিলচর ইন্দিরা ভবন থেকে তিনজনের কুশপুতুল নিয়ে এক প্রতিবাদী মিছিল বের করেন। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ব্রাহ্মণবাড়িয়া পয়েন্টে জমায়েত হয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কুশপুতুল দাহ করেন।
আন্দোলন চলাকালীন পুলিশ বাধার সৃষ্টি করলে প্রতিবাদকারী ও পুলিশের মধ্যে সামান্য ঠেলা ধাক্কার পরিস্থিতি সৃষ্টি হলেও নিয়ন্ত্রণে থাকে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে যুব কংগ্রেসের কর্মকর্তারা বলেন, ২০২৪-২৫ এর অর্থ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমণ বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন। কিন্তু ২০২২ সালের ভয়াবহ বন্যায় অনেক বাড়িঘর ও কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি অনেকের প্রাণহানি ঘটলেও বিগত দু’বছরের মাথায় সরকার শিলচরে কোনও ক্ষয়ক্ষতি প্রদান করেননি। একই ভাবে এ বছরও বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষ। ঘটেছে প্রাণহানিও। অথচ নির্মলার বাজেটে অসমের স্থান নেই। আর মুখ্যমন্ত্রী জাতি ও ধর্ম নিয়ে রাজনীতি করে যাচ্ছেন কিন্তু সমাজের উন্নয়নে কোন কাজ করছেন না। হিমন্ত বিশ্ব শর্মাকে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রীর তকমা ছেঁটে দিয়ে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব কংগ্রেসিরা। শুধু তাই নয় জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকার বিরুদ্ধেও কড়া মন্তব্য করার পাশাপাশি তাঁর ভূমিকায় তীব্র নিন্দা ও ধিক্কার জানান। যুব কংগ্রেসের কর্মকর্তারা বলেন, বিগত দিনে শিলচর সফরে এসে ১০দিনের মধ্যে তারাপুর শিববাড়ি রোডের কোরিডোর নির্মাণের কাজ শুরু করা হবে প্রতিশ্রুতি দিলেও কাজ এখনও শুরু হয়নি। তাঁরা বলেন, বাঙালি জাতিকে নিয়ে যেভাবে ছেলেখেলা শুরু করছে বিজেপি সরকার আগামী নির্বাচনে এর যোগ্য জবাব দেবেন বরাক সহ গোটা রাজ্যের জনগণ।
এদিন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের কুশপুতুল দাহ করে তীব্র আক্রমণ করেন যুব কংগ্রেস নেতারা। বুধবার বিহারের আন্দোলনে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রীনিবাস বিবিকে বিহার পুলিশ যেভাবে গুরুতর আহত করেছে এর প্রতিবাদে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের কুশপুতুল জ্বালিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। নীতিশ কুমারের গুণ্ডামির দিন ফুরিয়ে আসছে। ২৬শের নির্বাচনে এর যোগ্য জবাব দেবেন বিহারের জনতা বলে জানিয়েছেন তাঁরা। প্রতিবাদ কর্মসূচিতে শিলচর যুব কংগ্রেসের সভাপতি রণধীর দেবনাথ, আনসার হুসেন বড়লস্কর, চন্দন মজুমদার সহ দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।