শ্রীভূমিতে ঈদেমিলাদুন্নবি পালনে প্রস্তুতি তুঙ্গে, ৫ সেপ্টেম্বর বের হবে শান্তি মিছিল

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : বিশ্বনবী হজরত মোহাম্মদ (সাঃ) এর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবি উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে শ্রীভূমিতে। রবিবার সন্ধ্যায় পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে ধর্মপ্রাণ মুসলিম সমাজ আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। ১২ রবিউল আউয়াল দিনটি মুসলিমদের কাছে গভীর তাৎপর্যময়, কারণ এই ভোরেই পৃথিবীতে আগমন করেন মানবতার মুক্তির দিশারী, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সাঃ)। তাই দিনটি খুশির উৎসব হিসেবে পালন করেন রাসুলপ্রেমীরা। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এবছর ঈদেমিলাদুন্নবি পালিত হবে ৫ সেপ্টেম্বর। সেই উপলক্ষে শ্রীভূমি জেলার বিভিন্ন প্রান্তে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিবারের মতো এবারও বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে শ্রীভূমি জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদি (সাঃ) উদযাপন কমিটি। এ উপলক্ষে বৃহস্পতিবার সেটেলমেন্ট সাহেববাড়িতে আয়োজিত হয় প্রস্তুতি সভা। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, এ বছরও হজরত মোহাম্মদ (সাঃ)-এর জন্মদিন উপলক্ষে এক বিশাল শান্তি মিছিল অনুষ্ঠিত হবে। আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় সেটেলমেন্ট সাহেববাড়ি থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাপ্ত হবে পোয়ামারা হারুন রশিদ কেটেল মার্কেটে। সভায় কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের সামনে প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন।

তাঁরা জানান, এবারের মিছিল সর্বাত্মক শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষভাবে মাইক সাউন্ড সিস্টেম বর্জনের সিদ্ধান্ত জানিয়ে তাঁরা রাসুলপ্রেমীদের কাছে আহ্বান জানান, যাতে সবাই শৃঙ্খলাপূর্ণভাবে মিছিলে অংশগ্রহণ করেন।

সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন করিমগঞ্জ জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদি (সাঃ) উদযাপন কমিটির সভাপতি সূফী সৈয়দ মুফিদুল হোসাইন মাদানি, সহসভাপতি মওলানা ইমাদ উদ্দিন, সাধারণ সম্পাদক মাস্টার রশিদ আহমেদ এবং প্রচার সম্পাদক হাফিজ ইমাদ উদ্দিন আত্তারি। এছাড়া উপস্থিত ছিলেন মওলানা ইসলাম উদ্দিন, মওলানা হাফিজুর রহমান, সৈয়দ আবু সামা আহমেদ, হাফিজ আশরাফুল কাইয়ুম, হাফিজ জমির উদ্দিন, হাফিজ সিহাব উদ্দিন, তাজ উদ্দিনসহ আরও অনেকে।আয়োজক কমিটি আশা প্রকাশ করেছে, এ বছরও করিমগঞ্জের সর্বস্তরের মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ইদে মিলাদুন্নবি পালন করবেন এবং এই দিনটি হয়ে উঠবে ঐক্য, ভ্রাতৃত্ব ও ভালোবাসার প্রতীক।

Spread the News
error: Content is protected !!