জামালপুরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিল কৃষক সভা
বরাক তরঙ্গ, ২৯ মে : সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা কমিটির সভাপতি রেজামন্দ আলি বড়ভূইয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল বুধবার জামালপুরে গত ২৫ মে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আতাউর রহমান বড়ভূইয়ার বাড়িতে গিয়ে তিনি সহ তাঁর ক্ষতিগ্ৰস্ত দুই ছেলে ফৈজুর রহমান বড়ভূইয়া ও সিরাজুল ইসলাম বড়ভূইয়ার সংগে সাক্ষাৎ করে তাঁদের খোঁজ খবর নেন। অগ্নিকাণ্ডে এই তিন পরিবারের বসত গৃহ, আসবাবপত্র, মূল্যবান জমির দলিল, সমস্ত ধরণের পরিচয় পত্র ভষ্মীভূত হয়ে যায় ও বাড়িতে লাগানো সুপারীগাছ সহ অন্যান্য গাছের ও ব্যাপক ক্ষতি হয়েছে।
আতাউর রহমান বড়ভূইয়ার প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত গৃহ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সংগে তাঁদের কিছু টাকা ও জ্বলে ভষ্মিভূত হয়ে গেছে বলে তিনি জানান। সরকারি ভাবে সরেজমিন তদন্ত করা হলেও এখন পর্যন্ত এই অসহায় তিন পরিবারকে কোন আর্থিক সাহায্য প্রদান করা হয় নাই। এই ক্ষতি গ্ৰস্ত পরিবারগুলো গরীব কৃষক। চলতি ধান চাষের জন্য ধানের বীজ যা রেখেছিলেন তা ও ভষ্মিভূত হয়ে যাওয়ায় কিভাবে ধান চাষ করবেন এই দুশ্চিন্তায় পড়েছেন। একদিকে ঘরে তাঁদের কোন খাবার নেই, তার পাশাপাশি আর্থিক সংকটে নতুন ভাবে ঘর তৈরি করে পরিবারের লোকজনকে নিয়ে থাকার ও কোন সংকুলান করতে পারছেন না।প্রচন্ড ঝড়বৃষ্টির মধ্যে তাঁদের নাজেহাল অবস্থা।
ক্ষতিগ্ৰস্ত ফয়জুর রহমান বড়ভূইয়া ও সিরাজুল ইসলাম বড়ভূইয়ার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার জামালপুর জিপির তালিকায় অন্তর্ভুক্ত আছে। এ অবস্থার প্রতি প্রতিনিধি দল সরকারের দৃষ্টি আকর্ষণ করছে ও অতিসত্বর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারী আর্থিক সাহায্য প্রদান করতে, খাদ্যদ্রব্য সরবরাহ করতে, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ঘর তৈরি করার ব্যবস্থা করতে এবং ধান চাষের জন্য পর্যাপ্ত পরিমাণ ধান বীজ তাঁদের মধ্যে বণ্টণ করতে জোরালো দাবি জানান। এদিনের প্রতিনিধি দলে ছিলেন রহমত আলি লস্কর, মিছির আলি মজুমদার, সালেম উদ্দিন বড়ভূইয়া , আজিজুর রহমান বড়ভূইয়া, জাকির হোসেন লস্কর প্রমুখ।