আন্তঃজেলা টেবিল টেনিসে শিলচরের ৭টি পদক, সোনায় হ্যাটট্রিক দিবিজার

ইকবাল লস্কর,শিলচর।
বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : আন্তঃজেলা টেবিল টেনিসে ৭টি পদক জিতলো শিলচর। এনিয়ে বেজায় খুশি শিলচর জেলার ক্রীড়া খুশি ব্যক্ত করেছেন জেলা ক্রীড়া মহল। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য সহ অন্যান্যরা। তারা দিবিজা সহ অন্যান্যদের পারফরম্যান্সে খুশি প্রকাশ করে অভিনন্দিত করেছেন গোটা দলকে। প্যাডলার, কোচ, ম্যানেজার সহ খুঁদে এসব খেলোয়াড়দের অভিভাবকদের প্রতি অভিনন্দন জানিয়েছেন ডিএসএ-র সাবেক সভাপতি তথা বিশিষ্ট সংগঠক বাবুল হোড়।

টুর্নামেন্টে সোনার হ‍্যাটট্রিক করলেন শিলচরের প্রতিভাবান প‍্যাডলার দিবিজা পাল। সোমবার ব‍্যক্তিগত ইভেন্টে অনূর্ধ্ব ১১, অনূর্ধ্ব ১৩ ও অনূর্ধ্ব ১৫ বিভাগে চ‍্যাম্পিয়ন হন তিনি। ছেলেদের অনূর্ধ্ব ১১ বিভাগে সোনা জেতেন বিপ্রজিৎ পাল। এই বিভাগে ব্রোঞ্জ পান এম জেনিথ সিং।অনূর্ধ্ব ১৩ বিভাগে ব্রোঞ্জ পান বিপ্রজিৎ। মেয়েদের অনৃর্ধ্ব ১১ বিভাগে ব্রোঞ্জ জেতেন আরোহি নাথ। সব মিলিয়ে চারটি সোনা সহ তিনটি ব্রোঞ্জ জেতে শিলচর।ছেলেদের অনূর্ধ্ব ১১ ফাইনালে ডিব্রুগড়ের নির্ভেশ শইকিয়ার বিরুদ্ধে ৩-১ ব‍্যবধানে জেতেন বিপ্রজিৎ।

আন্তঃজেলা টেবিল টেনিসে শিলচরের ৭টি পদক, সোনায় হ্যাটট্রিক দিবিজার

যোরহাটে অনুষ্ঠিত প্রতিযোগিতার অন্তিম দিন নিজের দুরন্ত প্রদর্শন অব‍্যাহত রেখে একে একে তিনটি সোনা জিতে নেন দিবিজা। অনূর্ধ্ব ১১ ফাইনালে গুয়াহাটির নাফিসা  রাজিয়াকে ৩-০ তে উড়িয়ে দেন তিনি। অনূর্ধ্ব ১৩ ফাইনালে গুয়াহাটিরই ঈশানি গগৈকে ৩-০ ব‍্যবধানে হারান।অনূর্ধ্ব ১৫ ফাইনালে  গুয়াহাটির অক্ষিতা রায়কে ৩-০ তে উড়িয়ে দেন।

Author

Spread the News