আসাম বিজ্ঞান সমিতির তিন দিবসীয় গ্রীষ্মকালীন শিবির সম্পন্ন হাইলাকান্দিতে

বরাক তরঙ্গ, ৮ জুলাই : আসাম বিজ্ঞান সমিতির উদ্যোগে হাইলাকান্দিতে গ্রীষ্মকালীন শিবির মঙ্গলবার। স্থানীয় শ্রীকৃষণ সারদা  কলেজে অনুষ্ঠিত হয়েছিল এই শিবির। আয়োজনে ছিল আসাম বিজ্ঞান সমিতির হাইলাকান্দি জেলা শাখা। শিবিরে দশটি স্কুল থেকে পঞ্চাশ জন শিক্ষার্থীদের নিয়ে গণিত ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কার্যসূচির পাশাপাশি খেলাধুলা গান-বাজনা ইত্যাদিও শিবিরের অঙ্গ ছিল। মঙ্গলবার সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএস কলেজের অধ্যক্ষ ড০ রতন কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক ড. গোলাপ নন্দী, ড. দেবাশিস গুহ ঠাকুরতা, সুকন্যা চৌধুরী এবং ড. রূপম সেন। শিবির পরিচালনা করেন বিজ্ঞান সমিতির হাইলাকান্দি শাখার সম্পাদক লুৎফুর রহমান বড়ভূইয়া।

আসাম বিজ্ঞান সমিতির তিন দিবসীয় গ্রীষ্মকালীন শিবির সম্পন্ন হাইলাকান্দিতে

শিবিরে অংশগ্রহণকারী স্কুলগুলির মধ্যে সেরা নির্বাচিত হয় পাব্লিক হাইয়ার সেকেন্ডারি স্কুল, সরস্বতী বিদ্যানিকেতন এবং ব্লু ফ্লাওয়ারস ইংলিশ স্কুল। শিক্ষার্থীদের জন্য লিফ জু, লিফ প্রিন্টিং, কোষ অংগানু অংকন, গণিতের জাদু ও গণিত ধাঁধার মতো আকর্ষণীয় কার্যক্রমের আয়োজন করা হয়। এছাড়াও বিজ্ঞান সমিতির সদস্য তথা বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক শংকর চৌধুরী এবং শিক্ষিকা বিজয়িনী ভট্টাচার্য ও ছাত্রলছাত্রীদের সাংস্কৃতিক আঙিনায় বিভিন্ন কিছুর পাঠ দেন। তার মধ্যে ছিল সঙ্গীত আকস্মিক বক্তৃতা কবিতা পাঠ গল্পপাঠ ইত্যাদি।

এছাড়াও বিভিন্ন ধরণের খেলাধুলাও অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান ও অংকে আগ্রহ সৃষ্টি করাই ছিল এই শিবিরের মূল লক্ষ্য। বিভিন্ন প্রতিযোগিতা থেকে তিনজন সেরা অংশ গ্রহণ কারী বাছাই করা হয়।

আসাম বিজ্ঞান সমিতির তিন দিবসীয় গ্রীষ্মকালীন শিবির সম্পন্ন হাইলাকান্দিতে

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও প্রশংসা পত্র প্রদান করা হয় করা হয়। উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অনুষ্ঠানটি ব্যাপক সাড়া ফেলে। আয়োজক সংস্থা ভবিষ্যতেও এ ধরণের শিক্ষামূলক শিবির আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে মত প্রকাশ করেন। সমাপ্তি অনুষ্ঠানটি উৎসাহ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে সম্পন্ন হয়। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন রয়েল হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক আবুল কালাম লস্কর।

Author

Spread the News