ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ
২৫ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের পহেলগামে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর ভারতের সাম্প্রতিক কার্যকলাপের জন্য বৃহস্পতিবার ইসলামাবাদে ভারতীয় হাই কমিশন অফিসের বাইরে বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। ওই বিক্ষোভে সামিল ছিল স্থানীয় রাজনৈতিক দল এবং হুরিয়ত সংগঠনের সদস্যরা।একদল বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকে ভারতীয় হাই কমিশনে প্রবেশের চেষ্টা করে, অন্যরা ভবনের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা বাড়তে থাকে ওই অঞ্চলে।
বিক্ষোভ এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অধিক পরিমাণে নিরাপত্তা বাহিনী নামানো হয়।নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যার ফলে হাইকমিশন কর্তৃপক্ষ আরও পুলিশ কর্মী মোতায়েনের নির্দেশ দেয়। বিক্ষোভ চলাকালীন ভারত-বিরোধী স্লোগান দিতেও দেখা যায়। সীমান্তে উত্তেজনা বৃদ্ধি ক্রমবর্ধমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনা ইতিমধ্যেই সীমান্তের উভয় পাশে যথেষ্ট অস্থিরতা সৃষ্টি করেছে। পাকিস্তানের বর্তমান সরকার ভারতের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে, অন্যদিকে পাকিস্তানের জাতীয়তাবাদী শক্তিগুলি ভারতের “আক্রমণাত্মক” অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ করার সুযোগ নিয়েছে।
