বাংলাদেশে স্কুলে বিধ্বস্ত সেনাবাহিনীর বিমান, নিহত ১৯ পড়ুয়া, বাড়ছে মৃতের সংখ্যা
২১ জুলাই : বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। আহত ও দগ্ধ হয়েছে শতাধিক, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। সোমবার রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে। দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত হয়।
বিকট শব্দ ও আগুনের গোলা ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের চলমান শ্রেণি কার্যক্রমে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকরা তীব্র আতঙ্কে পড়ে যান। ইতিমধ্যে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সঙ্গে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি। আহতদের তারা নিচ্ছেন আশেপাশের বিভিন্ন হাসপাতালে। প্রয়োজনীয়তা দেখা দিয়েছে প্রচুর পরিমাণ রক্তের। আহতদের হাসপাতালে পাঠাতে হেলিকপ্টার ও মেট্রোরেলের বগি ব্যবহার করা হচ্ছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান।
তিনি জানান, পাইলট আহত অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সিএমএইচের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।
