পৃথক ঘটনায় পাহাড় ধসে ও দেওয়াল চাপায় ৯ জনের মৃত্যু
১৯ জুন : উখিয়ায় পৃথক ঘটনায় পাহাড় ধসে ও দেওয়াল চাপায় এক বাংলাদেশিসহ আট রোহিঙ্গার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে প্রবল বর্ষণে উখিয়া বিভিন্ন স্থানে পাহাড় ধস ও বাড়ির দেওয়াল ভেঙ্গে যাবার ঘটনা ঘটেছে। গত রাতের বিভিন্ন সময়ে ও সকাল ৬টার দিকে উখিয়ার ১০, ৯ ও ৮ নং রোহিঙ্গা ক্যাম্পে এই ধ্বসের ঘটনা ঘটে।
ঘটনায় মর্মান্তিকভাবে নিহতরা হলেন: ক্যাম্প-৯ এর ব্লক-আই/৪ এর মোঃ জামাল এর পুত্র হোসেন আলি (৫০) ও লায়লা বেগমের মেয়ে মোসাঃ আনোয়ারা বেগম (৪০), ক্যাম্প-১০ এর আব্দুল কালাম (৪৭), মোসাঃ সেলিমা খাতুন (৪২), আবু মেহের(১৯), জয়নব বিবি(২০), ক্যাম্প-৮ ইস্ট, ব্লক বি ৪২ এর আনোয়ারের শিশুপুত্র মোঃ হারেস(২), ক্যাম্প-১ ওয়েস্ট, ব্লক-এফ ৫ এর সুলতান আহমদের মেয়ে মোসা: পুতনী ও পালংখালী ইউপি’র ৪ নং ওয়ার্ড এলাকার জনৈক উলা মিয়ার পুত্র শাহ আলম এর বাড়ির দেওয়াল ভেঙে শাহ আলম এর শিশু পুত্র আব্দুল করিম (১২) মাটি চাপা পরে মৃত্যবরন করেন। মৃত আবদুল করিম থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ৬ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী বলে জানা গেছে।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা।