সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন জেলা আয়ুক্ত নিসর্গ হিবরে

বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলার সর্বস্তরের নাগরিকের সহযোগিতা চাইলো জেলা প্রশাসন। শনিবার হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। জেলা আয়ুক্ত নিসর্গ হিবরে জানান, জেলায় এবার মোট ভোটার ৪, ৪৯,১৮৮ জন। এরমধ্যে ২,৩২,০৪৬ জন পুরুষ ও ২,১৭, ১৩৩ জন মহিলা ভোটার। অন্যান্য রয়েছেন ৯ জন ভোটার। সীমানা পুনঃনির্ধারণের পর জেলায় হয়েছে ৮টি জেলা পরিষদ আসন। মোট আঞ্চলিক পঞ্চায়েত আসন হচ্ছে ৫টি। জেলায় গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৬২টি আর গ্রুপ সদস্যদের (ওয়ার্ড মেম্বার) সংখ্যা মোট ৬২০। জেলায় ১২১ হাইলাকান্দি বিধানসভা আসন ও ১২২ আলগাপুর-কাটলিছড়া বিধানসভা আসন মিলে জেলা পরিষদ আসনের সংখ্যা ৮। এবার পঞ্চায়েত নির্বাচনে মোট ভোট গ্রহণ কেন্দ্র হচ্ছে ৬৮৯টি। তবে এরমধ্যে মূল ভোট গ্রহণ কেন্দ্র হচ্ছে ৬২০টি আর সহায়ক ভোট গ্রহণ কেন্দ্র হচ্ছে ৬৯টি। 

হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনে সাড়ে চারলক্ষ ভোটার

জেলায় ৮টি জেলা পরিষদ আসনের মধ্যে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হচ্ছে ৬২, গ্রাম পঞ্চায়েত সদস্য ৬২০ জন। জেলা আয়ুক্ত জানিয়েছেন, এবার পঞ্চায়েত নির্বাচনে ৮টি জেলা পরিষদ আসনে মোট প্রার্থীর হচ্ছে ৬৬ জন। আঞ্চলিক পঞ্চায়েত সদস্য-সদস্যা পদে ভোটের ময়দানে অবতীর্ণ হয়েছেন ২৬১ জন। আর গ্রুপ মেম্বার পদে প্রার্থীর সংখ্যা ১৮৯২। তবে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে ৫ জন ও গ্রুপ মেম্বার পদে ৬২ জন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাছাড়া ৩০৩২ জন সরকারি কর্মীদের ভোট কর্মী (পোলিং পার্সোনাল) হিসেবে নির্বাচনী কাজে নিয়োজিত করা হয়েছে। এরমধ্যে রিজার্ভ রয়েছেন ২৭৬ জন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৮ জন জোনাল অফিসার এবং ৬২ জন সেক্টর অফিসার নিয়োগ করা হয়েছে। ভোট গ্রহন হবে ২ মে সকাল সাড়ে সাতটা  থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। ভোট গণনা হবে ১১ মে, হাইলাকান্দি শ্রীকিষণ সারদা কলেজে।

জেলা আয়ুক্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, জেলায় রয়েছে ১৭০টি স্পর্শকাতর ভোট গ্রহণ কেন্দ্র। তাছাড়া কঠোর সুরক্ষা ব্যাবস্থা থাকবে। এজন্য পুলিশ প্রশাসন বদ্ধ পরিকর রয়েছে। প্রসঙ্গত বিধানসভা ও গ্রাম পঞ্চায়েত স্তরে সীমানা পুনঃনির্ধারণের পর এই প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে হাইলাকান্দি সহ গোটা অসমে। আর এবারই প্রথম গ্রাম পঞ্চায়েত সভাপতি পদে ভোট নেওয়া হচ্ছে না।

সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন জেলা আয়ুক্ত নিসর্গ হিবরে

জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে আহূত  সাংবাদিক বৈঠকে জেলা আয়ুক্ত সহ উপস্থিত ছিলেন জেলা উন্নয়ন আয়ুক্ত ইএল ফাইরেম, চার অতিরিক্ত জেলা আয়ুক্ত যথাক্রমে পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত   রক্তিম বরুয়া, দীপমালা গোয়ালা, লালরহুলু খিঙতি, অমিত পারবোসা, নির্বাচন আধিকারিক কিষণ চরই ত্রিপুরা সহ অন্যান্য আধিকারিকরা।

Author

Spread the News