ভারতের উপর ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপ!

৩১ জুলাই : ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তি হওয়া নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। দফায় দফায় আলোচনা হলেও এখনও কোনও রফাসূত্র মেলেনি। এর মধ্যেই ২৫ অগাস্ট বাণিজ্যচুক্তি সম্পন্ন করতে ভারতে আসার কথা মার্কিন প্রতিনিধিদের। এই পরিস্থিতিতে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত হুঁশিয়ারির সুরে জানালেন, যদি দুই দেশ (ভারত-আমেরিকা) শীঘ্রই বাণিজ্যচুক্তি চূড়ান্ত করতে না পারে, তাহলে ভারতীয় আমদানি পণ্যের উপর ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে।

১ অগাস্ট থেকে বিভিন্ন দেশের উপর ‘পারস্পরিক’ বা পালটা শুল্ক কার্যকর করছে ট্রাম্প প্রশাসন। বহু দেশ ইতিমধ্যে আমেরিকার চাপিয়ে দেওয়া চড়া শুল্ক এড়াতে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে। তবে এখনও পর্যন্ত ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি (India-US Trade Deal) হয়নি। এই পরিস্থিতিতে ভারতীয় পণ্যের ক্ষেত্রেও ২০ থেকে ২৫ শতাংশ হারে শুল্ক নেওয়া হবে কি না, এই প্রশ্নের উত্তরে ট্রাম্পের ইঙ্গিত, ‘আমিও তাই মনে করি।’ ভারতকে ‘ভাল বন্ধু’ বলে উল্লেখ করলেও মার্কিন প্রেসিডেন্ট এও মনে করেন, অন্য যে কোনও দেশের তুলনায় ভারতে আমেরিকার পণ্যের উপর বেশি পরিমাণ শুল্ক ধার্য করা হয়। সেই কারণে ভারতের উপরও পালটা শুল্ক চাপানোর ভাবনাচিন্তা করছেন ট্রাম্প।

কয়েকদিন ধরেই ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে নানা কথা শোনা গিয়েছে। সম্প্রতি ওয়াশিংটন সফরেও যান দিল্লির দূতেরা। মার্কিন প্রেসিডেন্ট নিজেও জানিয়েছিলেন, ভারতের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত। কিন্তু শুল্ক ছাড়ের মেয়াদ পেরিয়ে গেলেও এখনও ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি হয়নি। ইতিমধ্যেই ২২টি দেশের উপর শুল্ক চাপানোর ঘোষণা করে দিয়েছেন ট্রাম্প। শেষ পর্যন্ত ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি কোনদিকে গড়ায়, বা একমত হয়ে দু’পক্ষ চুক্তি করতে পারবে কি না, সে প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে।

Spread the News
error: Content is protected !!