প্রেম ও ভালোবাসার মাধ্যমে দেশের অখণ্ডতাকে আঁকড়ে ধরে রাখার আহ্বান ইমাম সাব্বির আহমেদের

ইটখোলা ঈদগাহে নামাজে ঢল
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ মার্চ : ঈদ-উল ফিতর উৎসবকে কেন্দ্র করে গোটা দেশের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। পবিত্র ঈদকে কেন্দ্র করে সোমবার শিলচরের ইটখোলা স্থিত ঈদগাহ ময়দানে সহস্রাধিক ধর্মাবলম্বীরা ঈদের নামাজে অংশ গ্রহণ করেন। এদিন ঈদের নামাজ পাঠ করান শিলচর বড় মসজিদের ইমাম মওলানা সাব্বির আহমেদ লষ্কর। এদিনের দোয়া ও নামজ পাঠের মাধ্যমে বিশ্বশান্তি কামনার পাশাপাশি দেশবাসীর মঙ্গল কামনা করেছেন ইসলাম ধর্মাবলম্বীরা।

ঈদের নামাজ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইমাম সাব্বির আহমেদ লষ্কর জানান, পবিত্র ঈদ-উল ফিতরকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ইটখোলা ঈদগাহে উপস্থিত হয়েছেন। দীর্ঘ ১ মাসের সিয়াম সাধনার পর সোমবার পবিত্র ঈদ-উল ফিতর মহোৎসবে সামিল হয়ে মানুষ দোয়া-প্রার্থনা ও নামাজ পাঠের মাধ্যমে দেশ, জাতি ও সমাজের মঙ্গল কামনা করেছেন।হিংসা ও বিদ্বেষকে সরিয়ে দেশে শান্তি বজায় রাখার সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ইমাম সাব্বির আহমেদ লস্কর।

প্রেম ও ভালোবাসার মাধ্যমে দেশ ও রাষ্ট্রের অখণ্ডতাকে আঁকড়ে ধরে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখাতে সর্বস্তরের মানুষের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। ঈদের নামাজ শেষে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই একে অপরকে আলিঙ্গন করে পবিত্র ঈদ-উল ফিতর মহোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।