বিএড পরীক্ষায় প্রথম বিভাগের প্রথম স্থান লাভ লঙ্কার ইলিমা সিদ্দিকার
পিএনসি, লঙ্কা।
বরাক তরঙ্গ, ৫ জুলাই : হোজাই জেলার লঙ্কার কৃষ্ণ বরা বিএড কলেজের শিক্ষার্থী ইলিমা সিদ্দিকা গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বিএড ষষ্ঠ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। ইলিমা সিদ্দিকা ৯২.০২ শতাংশ নম্বর পেয়ে বিএড গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করেছে এবং কলেজের জন্য গর্ব বয়ে এনেছে। এ জন্য কৃষ্ণ বরা বিএড কলেজের অধ্যক্ষ ড. মোস্তাফিজুর রহমান, অনুষদ, অ-শিক্ষক কর্মী, ছাত্র সংসদের সদস্য এবং সকল ছাত্র এবং প্রশিক্ষণার্থী উচ্ছ্বসিত।
অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, ছাত্রীটির সাফল্য আগামী দিনে কলেজের শিক্ষার উন্নয়নের যাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং তিনি ছাত্রীটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নুর আহমেদ বড়ভূইয়া বলেন, সিদ্দিকা কেবল একজন ভাল ছাত্রীই ছিলেন না, খেলাধুলা এবং অন্যান্য বিষয়েও একজন ভাল ছাত্রী ছিলেন। কৃষ্ণ বরা বিএড কলেজে কর্তৃপক্ষ ছাত্রীটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে।
