তপোবননগরে চলছে অবৈধ মদের ব্যবসা সহ জুয়ার আড্ডা, সরব মহিলারা

এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : শিলচরের তপোবননগরে কয়েক মাস থেকে চলে আসা অবৈধ মদের দোকান সহ জুয়ার আড্ডার বিরুদ্ধে সরব হলেন স্থানীয় মহিলারা। বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচর তপোবননগরের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের ভাড়াটে অবৈধ মদের দোকান সহ পাশে থাকা জুয়ার ব্যবসার কারনে পরিবেশ ধ্বংসের মুখে বলে স্থানীয় মহিলারা মন্তব্য করেন।

তাঁরা বলেন, সুদীর্ঘ মাস থেকে পুলিশ প্রশাসনকে বারবার অবগত করানো সত্ত্বেও এই গম্ভীর বিষয়টি উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার কারনে অবাধে চলছে অবৈধ মদের ব্যবসা ও সঙ্গে বসছে জুয়ার আসর। এতে মহিলারা রাস্তায় চলাফেরা করতে বিরাটভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ তুলেন। এর প্রতিবাদ জানালেও নিটফল শূন্য। প্রতিবাদী মহিলারা আরও জানান, এই অবৈধ মদের ব্যবসা  সহ জোয়ার আসর ও অসামাজিক কার্যকলাপ অবিলম্বে যদি পুলিশ প্রশাসন যদি বন্ধ না করেন, পরিবেশ ও সমাজ রক্ষার্থে তাঁরা আইন হাতে তুলে নেবেন বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রত্না দাস, আল্পনা দাস, সন্ধ্যা দাস, কল্পনা দাস, মুক্তি দাস, পূর্ণিমা দাস সহ প্রতিবাদী মহিলারা।

তপোবননগরে চলছে অবৈধ মদের ব্যবসা সহ জুয়ার আড্ডা, সরব মহিলারা

Author

Spread the News