২ জনের বেশি সন্তান থাকলে মিলবে টিকিট, মুখ্যমন্ত্রীর মন্তব্যের ঝড়

১৭ জানুয়ারি : যদি কোনও ব্যক্তির ২ জনের বেশি সন্তান থাকে তবেই সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন! এমনই এক ফতোয়া রাজ্যে জারি করতে চলেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে হতবাক প্রত্যেকে।

সম্প্রতি মকর সংক্রান্তির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অন্ধ্র প্রদেশের মুখমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সেখানে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আগামী দিনে আপনি তখনই পঞ্চায়েত প্রধান, পুর কাউন্সিলর অথবা মেয়র হতে পারবেন, যদি আপনার দুইয়ের বেশি সন্তান থাকে। আমি দ্রুত এই ধারা যোগ করব।’ মুখ্যমন্ত্রী অবশ্য তাঁর এই মন্তব্যের নেপথ্যে বেশকিছু তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের আগে একটা আইন ছিল। সেই আইন অনুসারে পঞ্চায়েত ও পুর নির্বাচনে লড়াই করার জন্য শুধুমাত্র তাঁরাই সুযোগ পেতেন, যাঁদের দুই বা তার থেকে কম সন্তান রয়েছে। কিন্তু আমি এখন বলছি, যাঁদের যাঁদের কম সন্তান রয়েছে, তাঁরা নির্বাচনে লড়তে পারবেন না।’

তবে সন্তান জন্ম দেওয়ার বিষয়ে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার চন্দ্রবাবুর গলায় এই বিষয়ে অনেক মন্তব্য শোনা গেছে। তখনও তাঁর মন্তব্য নিয়ে সমালোচনা হয়েছে, এবারেও সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু তিনি আছেন স্বমহিমায়। তাঁর শরীরী পরিভাষা থেকে বোঝার উপায় নেই এমন এক ইস্যুতে মুখ খোলায় তাঁকে নিয়ে ছিঃ ছিঃ করছেন সকলেই।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

২ জনের বেশি সন্তান থাকলে মিলবে টিকিট, মুখ্যমন্ত্রীর মন্তব্যের ঝড়
Spread the News
error: Content is protected !!