পুজো কমিটি এসওপি না মানলে নোটিশ জারি হবে : পুর নিগম আয়ুক্ত সৃষ্টি
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি পরিবেশ বান্ধব পূজা আয়োজনের আহ্বান জানিয়ে একটি দায়িত্বশীল উদাহরণ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেছেন শিলচর পুর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিং। বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে আয়ুক্ত সৃষ্টি সিং জানান, আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে সুন্দর ও সফল করে তুলতে এসওপি জারি করার পাশাপাশি স্বাস্থ্য বিধি ও বর্জ্য ব্যবস্থাপনায় সেরা তিনটি পূজা মণ্ডপকে সম্মানিত করার পাশাপাশি নগদ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে শিলচর পুর নিগম।
এছাড়াও পূজা চলাকালীন পরিচ্ছন্নতা ও নাগরিক শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়ুক্ত সৃষ্টি সিং। যেসব পূজা কমিটি নিগমের জারি করা এসওপি মানবে না, তাদের বিরুদ্ধে পুর নিগমের তরফে নোটিশ জারি করা হবে বলেও সতর্ক করেছেন তিনি। শহরের বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শারদীয়া দুর্গোৎসব ২০২৫কে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়ুক্ত সৃষ্টি সিং।