সন্তানের বিনিময়ে যদি শান্তিময় দেশ দেখতে পাইতাম তবে কষ্টটা কম হতো : শহিদ সাদের মা
৬ আগস্ট : দেশের জন্য যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে আহত, নিহত হয়েছে। যে উদ্দেশে তারা নিজেদের জীবন দিয়েছে সেভাবে আজ দেশটাকে দেখতে পাচ্ছি না। সন্তানের বিনিময়ে যদি শান্তিময় দেশ দেখতে পাইতাম তবে কষ্টটা কম মনে হতো। সন্তান হারাইলাম কিন্তু দেশের শান্তি তো দেখতে পাচ্ছি না। বাংলাদেশে জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে দেশটাকে শান্তিময় করতে সবার প্রতি অনুরোধ জানান শহিদ আফিকুল ইসলাস সাদের মা আঞ্জুমান আরা।
আফিকুল ইসলাম সাদ ছিল সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ৫ আগস্ট দুপুরে উপজেলার ধামরাই সরকারি হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকের কাছে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়। চিকিৎসাধীর অবস্থায় ৮ আগস্ট মারা যান।
আঞ্জুমান আরা বলেন, সাদকে যে বা যারা নির্মমভাবে গুলি করে মারলো আরও হাজারো মায়ের সন্তানদের যারা নির্মমভাবে হত্যা করলো ফ্যাসিস্ট সরকারের অধীনে যে সকল পুলিশ এ গুলি করেছে, মায়ের বুক খালি করেছে তাদের বিচার এখনও হলো না।
দেশের জন্য যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে আহত, নিহত হয়েছে। যে উদ্দেশে তারা নিজেদের জীবন দিয়েছে সেভাবে আজ দেশেটাকে দেখতে পাচ্ছি না। সন্তানের বিনিময়ে যদি শান্তিময় দেশ দেখতে পাইতাম তবে কষ্টটা কম মনে হতো। সন্তান হারাইলাম কিন্তু দেশের শান্তি তো দেখতে পাচ্ছি না। সবার প্রতি অনুরোধ জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে দেশটাকে শান্তিময় করুন।
তিনি বলেন, সবসময় ছেলের স্মৃতিগুলো তাড়া করে বেড়ায়। সাদ সবসমই সে আমার সঙ্গে আছে এমন মনে হয়। কিন্তু তার মা ডাক তো আর শুনতে পাই না। সবসময় মুখে হাসি থাকা ছেলেটা আজ নেই। তার বই পত্র, খেলনা সবই আগের মতোই আছে। তার খুব ইচ্ছা ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সেটি আর পূরণ হলো না।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।