বিজেপিকে আগে সমর্থন করলে আজ উত্তর করিমগঞ্জের যথেষ্ট উন্নয়ন হতো : সিদ্দেক

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : বতর্মান পরিস্থিতি ও উন্নয়নের স্বার্থে আরও আগে শাসক দলে যোগ দেওয়া উচিত ছিল বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। বিজেপিকে সমর্থন করলে আজ উত্তর করিমগঞ্জের যথেষ্ট উন্নয়ন হতো। এ কথা বলেন বিধায়ক সিদ্দেক আহমেদ। শুক্রবার দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের মইনা গ্রাম পঞ্চায়েতে এমজিএনরেগা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজের ফলক উন্মোচন অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে এমনটা নিজের মত প্রকাশ করলেন বিধায়ক সিদ্দেক।

এ দিন মইনা জিপির প্রাক্তন সভাপতি সামিম আহমেদ তাপাদার, বান্দরকোনা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল বাসিত, প্রাক্তন ওয়ার্ড সদস্য সুফিয়ান উদ্দিন, জামাল উদ্দিন, মনরুল ইসলাম সহ অনেককে সঙ্গে নিয়ে তিনি আরও বলেন, ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে অসম গণ পরিষদ দলে আনুষ্ঠানিক ভাবে যোগদান করার পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাও করবেন।

তিনি আরও বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ফের ক্ষমতা বসা শুধু সময়ের অপেক্ষা মাত্র। এবার চার শতাধিক আসনে জয়লাভ করে ফের সরকার গঠন করবে দল। উল্লেখ্য, দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের মইনা জিপিতে এমজিএনরেগা প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য ১৯,৪০,৯৬৪ টাকা বরাদ্দ হয়। রাজ্যর প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ কাজের ফলক উন্মোচন করেন।

Author

Spread the News