শিলচর মেডিকেল কলেজে প্রয়োজনীয় সামগ্রী দিল আইডিবিআই ব্যাঙ্ক
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : চিকিৎসার জন্য মেডিক্যালের রোগীদের সুবিধার্থে উল্লেখযোগ্য পদক্ষেপ নিল আইডিবিআই ব্যাঙ্কের শিলচর শাখা। আইডিবিআই ব্যাঙ্কের সমাজকল্যাণ তহবিল থেকে প্রায় আট লক্ষ টাকার বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
ব্যাঙ্কের পক্ষ থেকে এদিন মোট ৪০টি হুইলচেয়ার, ৪০টি স্ট্রেচার এবং ১০টি ডাস্টবিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত বলেন—আইডিবিআই ব্যাংক একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। তারা প্রায় সময়ই সমাজের কল্যাণে এগিয়ে আসে। আজকে যে সামগ্রী প্রদান করা হলো, তা নিঃসন্দেহে রোগীদের চিকিৎসা প্রক্রিয়ায় যথেষ্ট সহায়ক হবে।”
আইডিবিআই ব্যাংকের শিলচর শাখার ম্যানেজার দেবাংশু ভট্টাচার্য্য বলেন—ভারতের প্রত্যেকটি শাখা সামাজিক উন্নয়নের স্বার্থে কাজ করে আসছে। শিলচর শাখাও তার ব্যতিক্রম নয়। আজ মেডিক্যাল কলেজে আসা রোগীদের জন্য এই সামগ্রী প্রদান করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ বিকাশ শান্ডিল্য, ভাইস প্রিন্সিপাল ডাঃ পৃথ্বীরাজ ভট্টাচার্য্য, ডেপুটি সুপারিনটেনডেন্ট ডাঃ রাজর্ষি ভাওয়াল সহ বিভিন্ন কর্মকর্তা। অনুষ্ঠানে আইডিবিআই ব্যাংকের কর্মকর্তাদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এছাড়াও এদিন শিলচর মেডিক্যাল কলেজ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মেহবুব আলম চৌধুরী, আশরাদ আহমেদ লস্কর এবং কার্যালয় সম্পাদক দ্বিগবিজয় রায়-সহ অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

