আইএডিভিএল-র চর্মরোগের চিকিৎসা শিবির কাছাড়ে

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ জুলাই : আন্তর্জাতিক বুক অব রেকর্ডস গড়ার উদ্দেশ্য দেশব্যাপী একদিনের বিনামূল্যে চর্মরোগের চিকিৎসা ও সচেতনতা শিবিরের আয়োজন করে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ডার্মাটোলজিস্ট, ভেনেরিওলজিস্ট এবং লেপ্রোলজিস্ট (আইএডিভিএল)। এরই  অঙ্গ হিসেবে রবিবার সংগঠনের উত্তর পূর্ব শাখার বরাক চ্যাপ্টার দু’টি বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজন করে। শিলচরের কেন্দ্রীয় কারাগার ও মেহেরপুরস্থিত নিবেদিতা নারী সংস্থায়। কেন্দ্রীয় কারাগারে অনুষ্ঠিত শিবিরে কারাগারের বন্দি ও সংশ্লিষ্ট কর্মী মিলে ১৩৬ জন চিকিৎসার সুযোগ নেন। এই শিবিরে বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কুষ্ঠরোগ নিবারণ কর্মসূচির কাছাড় জেলার নোডাল অফিসার ডাঃ সন্দীপ রায়, ডাঃ জয়দীপ রায়, ডাঃ অংশুমান ভট্টাচার্য, কারাগারের মেডিক্যাল অফিসার ডাঃ সানন্দ দত্ত।

আইএডিভিএল-র চর্মরোগের চিকিৎসা শিবির কাছাড়ে

নিবেদিতা নারী সংস্থায় আয়োজিত শিবিরে সংস্থায় থাকা শিশু ও স্থানীয়দের মধ্যে প্রায় ৫০ জন চর্মরোগ চিকিৎসার সুযোগ নেন। এই শিবিরে বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ অরূপ পাল, ডাঃ রিমঝিম এস. ভট্টাচার্য এবং ডাঃ শ্রমোনা কর। উভয় শিবিরে রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

আইএডিভিএল-র চর্মরোগের চিকিৎসা শিবির কাছাড়ে

এদিকে, দিনটি উপলক্ষে এক  সচেতনতা শিবির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এতে বিভাগীয় চিকিৎসক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

Spread the News
error: Content is protected !!