আমি কখনও বলিনি ৭৫ বছর বয়সে সরে যেতে হবে : ভাগবত

২৮ আগস্ট : ৭৫ বছর বয়সে কেউ কাউকে সংবর্ধনা দিতে আসলে বুঝে নিতে হবে, অবসরের সময় হয়ে গিয়েছে’। জুলাই মাসে এমনই মন্তব্য করে অবসরের জল্পনা উসকে দিয়েছিলেন রাষ্ট্রীয় সয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার তিনি নিজের বক্তব্য স্পষ্ট করে তিনি জানিয়ে দিলেন, ‘৭৫ বছর বয়সে অবসরের কথা তিনি কখনওই বলেননি’।

সিএনএন-নিউজ ১৮-এর প্রশ্নের উত্তরে তিনি জানান, ৭৫ বছর বয়সে নিজের বা অন্য কারও অবসরের কথা একেবারেই বলেননি। এমনকী ৮০ বছর বয়সেও যদি সংঘের সেবা তাঁকে করতে হয়, তিনি করতে রাজি। তিনি বলেন, ‘আমি কখনও বলিনি আমি অবসর নিচ্ছি বা অন্য কাউকে নিতে হবে। সংঘ ৮০ বছর বয়সেও শাখার সেবা চাইলে, আমি করব’।

চলতি বছরের সেপ্টেম্বরে ৭৫ বছর পূর্ণ করবেন প্রধানমন্ত্রী। একই মাসে ৭৫ পূর্ণ করবেন মোহন ভাগবতও। সংঘ প্রধানের জুলাইয়ের মন্তব্য মোদিকে বার্তা বলেই মনে করছিল রাজনৈতিক মহল। সংঘের বিধান অনুযায়ী এবছরই দায়িত্ব ছাড়তে হবে মোহন ভাগবতকে। মোদিও যাতে অবসরের চিন্তাভাবনা করেন তাই এমন বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

বুধবার মোরোপন্তের জীবনের উপর লেখা একটি ইংরেজি বই প্রকাশের অনুষ্ঠানে নাগপুরে গিয়েছিলেন আরএসএস প্রধান। সেখানে মোরোপন্তের জীবনের নানা কথার স্মৃতিচারণ করেন তিনি। বলেন, ”মোরোপন্ত একবার বলেছিলেন, যখন ৭৫-এর শাল গায়ে পড়ে, আপনার থেমে যাওয়া উচিত। তার মানে আপনার বয়স হয়েছে। সরে যান। আমাদের কাজ করতে দিন।”

Spread the News
error: Content is protected !!