স্বামী প্রণবানন্দ মহারাজের আর্বিভাব তিথি উপলক্ষে শিলচরে শোভাযাত্রা
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রাণ পুরুষ যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের ১৩০তম আর্বিভাব তিথি উপলক্ষে শিলচরে এক শোভাযাত্রা বের হল। মঙ্গলবার সকালে ভারত সেবাশ্রম সঙ্ঘের শিলচর শাখার ব্যবস্থাপনায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভক্তরা নিয়ে ট্যাবলো সাজিয়ে স্বামী প্রণবানন্দ মহারাজের বিগ্ৰহ নিয়ে শহরের বিভিন্ন স্থান প্ররিক্রমা করে পুনরায় ভারত সেবাশ্রম সঙ্ঘের শিলচর শাখার চান্দমারি রোডের আশ্রম প্রাঙ্গনে ফিরে আসে।

বক্তব্যে স্বামী গুনসিন্ধু মহারাজ বলেন, স্বামী প্রণবানন্দজি মহারাজ অখণ্ড ভারতের হিন্দু সম্প্রদায়ের অন্যতম মহাপুরুষ হিসেবে চিহ্নিত, তাঁর অবদান প্রত্যেকজন হিন্দুদের মধ্যে রয়েছে। তাঁকে স্মরণ ও চিন্তন করার দিন ১২ ফেব্রুয়ারি বুধবার আর্বিভাব তিথি। উপস্থিত রূপম নন্দী পুরকায়স্থ বলেন, স্বামী প্রণবানন্দ মহারাজের হাতে প্রতিষ্ঠিত করা ভারত সেবাশ্রম সংঘ সমগ্র বিশ্বে ছড়িয়ে রয়েছে। এবং সমগ্র বিশ্বের হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে অসহায় ও দুস্থদের সেবার কাজে ব্রত থাকার বার্তা সর্বকালের প্রণবানন্দজি মহারাজের আদর্শে অনুপ্রাণিত সাধু-সন্তরা দিয়ে চলেছেন।

