মা-বোনদের চোখের জলের হিসেব ‘২৬-এ দেওয়া হবে, হুঙ্কার নাসিরের

পাথারকান্দিতে কংগ্রেসের কর্মী সম্মেলন____

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : অসমে চলমান রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ও শ্রীভূমি জেলা কংগ্রেসের ইনচার্জ নাসির খান। তিনি বলেন, “নির্দোষ জনতার চোখের জল, ক্যা আন্দোলনে শহিদ হওয়া নিরীহ নাগরিকদের আত্মত্যাগ এবং রাজপথে মা-বোনদের অর্ধ উলঙ্গ হয়ে প্রতিবাদ—এই প্রতিটি ঘটনার ন্যায়বিচার হবেই। ২০২৬-এর নির্বাচনে মানুষ এর যোগ্য জবাব দেবে।”

সোমবার বিকেলে পাথারকান্দির রবীন্দ্র ভবনে আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি কথাগুলো বলেন। পাথারকান্দি ও লোয়াইরপোয়া ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন ব্লক কংগ্রেস সভাপতি পরশুরাম কানু। শুরুতেই মৃদঙ্গ বাদনের মধ্য দিয়ে নেতৃত্বকে ভুবনেশ্বর মিশনের সামনে থেকে বরণ করে আনা হয়। এরপর অতিথিদের উত্তরীয়, বিষ্ণুপ্রিয়া মণিপুরি গামছা ও ঐতিহ্যবাহী পাগড়ি পরিয়ে সম্মান জানানো হয়।

নাসির খান বক্তব্যে মুখ্যমন্ত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বলেন, একজন মুখ্যমন্ত্রী হিসেবে নয়, বরং একজন গুণ্ডার মতো আচরণ করছেন তিনি। তাঁর নিষ্ঠুর নীতিই বাধ্য করেছে রাজ্যের মা-বোনদের রাস্তায় নেমে অর্ধ উলঙ্গ হয়ে প্রতিবাদ জানাতে। এই দৃশ্য ইতিহাসে লিপিবদ্ধ থাকবে, এবং জনগণ সময় এলে এর উপযুক্ত জবাব দেবে।

তিনি আরও বলেন, ২০২৬ সালে অসমে কংগ্রেস ক্ষমতায় ফিরবে। কিন্তু তার জন্য এখনই আমাদের সংগঠনের ভিত শক্ত করতে হবে। বুথভিত্তিক পরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ার মাধ্যমেই সম্ভব হবে সরকার গঠন।

জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, “শুধু উত্তরীয় গায়ে দিয়ে মাইকে বড় কথা বললে চলবে না। সময় এসেছে প্রকৃত কংগ্রেসকর্মী হয়ে মাঠে নামার। দিনে কংগ্রেস অফিসে আর রাতে এআইইউডিএফ বা বিজেপির ছায়ায় ঘোরাফেরা করে কংগ্রেসের ভাবমূর্তি রক্ষা করা সম্ভব নয়।”

তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “নেতা নয়, সবাইকে কর্মী হয়ে কাজ করতে হবে। তবেই আমরা আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে পারবো এবং শ্রীভূমি জেলার চারটি আসনে কংগ্রেসের বিজয় সুনিশ্চিত করতে পারবো।

এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা সংসদীয় সচিব মণিলাল গোয়ালা, প্রদেশ কংগ্রেস সম্পাদক প্রদীপ গোয়ালা, কংগ্রেস নেতা শাহনওয়াজ হোসেন, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মমতাজ বেগম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রদীপ কুরি, কবির আহমদ, নাসির উদ্দিন, রাজু সিনহা ও ঊষা সিনহা প্রমুখ। অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন পাথারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি প্রতাপ সিনহা।

Spread the News
error: Content is protected !!