কাজে দুর্নীতি বরদাস্ত করবো না, হুংকার বিধায়ক সাজুর

বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : এক টাকাও কমিশন নেই না, তাই কাজে দুর্নীতিও বরদাস্ত করব না। বৃহস্পতিবার সৈদপুর ও সোনাবাড়িঘাট জিপির কামকাজ গুলো খতিয়ে দেখে এই হুমকি দিলেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। এদিন প্রথমে সৈদপুর জিপির চতুর্দশ অর্থ কমিশনের বেশ কটি কাজ প্রাকটিকেল গিয়ে পরিদর্শন করে কিছু কাজের অনিয়ম দেখেন বিধায়ক। তবে পঞ্চদশ অর্থ কমিশনের কাজে অনিয়ম ধরা পড়েনি। এসময় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই উন্নয়ন খণ্ডের অ্যাসিস্টেন্ট বিডিও রতীন্দ্র রায়, এইই বিপুল বরা, জিপি সচিব আলম হোসেন লস্কর, টিসি নাজিম উদ্দিন লস্কর, সোনাই ইউডিএফ কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর সহ অন্যরা।

কাজে দুর্নীতি বরদাস্ত করবো না, হুংকার বিধায়ক সাজুর

এদিকে, বিকেলে সোনাবাড়িঘাট কার্যালয়ে কাজের অগ্রগতি ও পিএম আবাসের বিষয় বস্তু খতিয়ে দেখেন ও স্থানীয় মানুষের অভাব-অভিযোগ শোনেন বিধায়ক করিম উদ্দিন। পরে পঞ্চদশ অর্থ কমিশনের কয়েকটি কাজ পরিদর্শন করে সন্তুষ্ট ব্যক্ত করেন বিধায়ক। এর আগে জিপি কার্যালয়ে আয়োজিত সভায় বিধায়ক সাজু বলেন, তিনি এক টাকা কমিশন নেন না, তাই কেউ কাজে দুর্নীতি করলে তিনি বরদাস্তও করবেন না। পিএম আবাসের প্রকৃতরা যাতে বঞ্চিত না হন তা নিয়ে তিনি সচেষ্ট থাকবেন।

কাজে দুর্নীতি বরদাস্ত করবো না, হুংকার বিধায়ক সাজুর

সভায় উপস্থিত ছিলেন সোনাই ব্লকের অ্যাসিস্টেন্ট বিডিও রতীন্দ্র রায়, প্রাক্তন জিপি সভানেত্রীর প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভূইয়া, সচিব হোসেন আহমেদ মজুমদার, সোনাই ইউডিএফ কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর, মুন্না মজুমদার, আলতাফ হোসেন লস্কর, মজনুল হক মজুমদার, আজিজুর রহমান চৌধুরী, নুরুল হাসান বড়লস্কর সহ অন্যান্যরা।

Author

Spread the News