আশ্রম রোডের ওয়াইনশপ কাণ্ডকে ঘিরে সরব এলাকার শতাধিক মহিলা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ জুন : আশ্রম রোডের ওয়াইনশপ কাণ্ড যেন ইতি টানার নামই নিচ্ছে না। রবিবার স্থানীয় মহিলারা তাঁদের বিভিন্ন সমস্যা ও সুরক্ষার কথা তুলে ধরে গত ২৫ মে এলাকায় সংঘটিত ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে রুবি ওয়াইনসোপ অন্যত্রে সরিয়ে নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন। সাংবাদিক বৈঠক ডেকে বৃহত্তর আশ্রম রোড এলাকার মহিলারা বলেন, এলাকায় থাকা রুবি ওয়াইনসোপে প্রতিদিন সন্ধ্যায় অসংখ্য মানুষ ভিড় জমিয়ে এলাকায় অরাজগতার সৃষ্টি করে আসছে। পথে যাতায়াত করতে গিয়ে এলাকার মহিলা সহ যুবতীদের নিত্যদিন নানানভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিগত কিছুদিন আগেও স্থানীয় এক মহিলার সঙ্গে দুর্ব্যবহারে মেতে উঠেছে কিছু নেশাগ্রস্থ মানুষ।

গত ২৫ মে এলাকায় এক মহিলার সঙ্গে দুর্ব্যবহার করায় মহিলা সুজিত দাস চৌধুরীর দ্বারস্থ হয়েছিলেন। এবং সুজিত দাস চৌধুরী ঘটনার প্রতিবাদ করায় তাঁর বিরুদ্ধে বদনাম রটানোর প্রচেষ্টায় মেতে উঠেছে একটি তৃতীয় চক্র বলে জানিয়েছেন এলাকার মহিলারা। এলাকায় থাকা রুবি ওয়াইনসোপ সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে বেশ কয়বার বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এলাকার জনগণ। কিন্তু এখনও এই ওয়াইনসোপের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। তাই বৃহত্তর আশ্রম রোড এলাকার মহিলারা তাঁদের সমস্যা ও সুরক্ষার কথা মাথায় রেখে ফের স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় মন্ত্রীকে একটি স্মারকলিপি প্রদান করবে বলেও এদিন জানিয়েছেন তাঁরা।

রুবি ওয়াইনসোপ যতদিন পর্যন্ত এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া না হয় ততদিন তাঁদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও এদিন কড়া ভাষায় হুসিরারি দিয়েছেন এলাকার বৃহৎ সংখ্যক মহিলারা। প্রয়োজনে রবি ওয়াইসোপ সরিয়ে নেওয়ার দাবিতে তাঁরা আগিমীতে মাঠে নেমে বৃহৎ আন্দোলন গড়ে তুলবে বলেও প্রকাশ্য সভায় হুংকার দিয়েছেন তাঁরা।

Author

Spread the News