নেপালে টানা বর্ষণ-তুষারপাতে এভারেস্টের পাদদেশে আটকা কয়েক শ’ পর্যটক

২ নভেম্বর : নেপালের এভারেস্ট অঞ্চলে টানা বর্ষণ-তুষারপাতের কারণে কয়েক শত পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া পরিস্থিতির কারণে লুকলা বিমানবন্দর বন্ধ থাকায় এভারেস্ট বেস ক্যাম্প থেকে ফিরে আসা পর্যটকরা কাঠমান্ডুতে যেতে পারছেন না। এছাড়া ঝড়ো আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে নিরাপদ বিমান চলাচলও ব্যাহত হয়েছে। এই ঘটনা নেপালের পর্যটন এবং স্থানীয় অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে।

তিন দিন ধরে লুকলা অঞ্চলে টানা বর্ষণ ও তুষারপাত হচ্ছে। মেঘলা আকাশ এবং ঝড়ো আবহাওয়ার কারণে দৃশ্যমানতা অনেক কমে গেছে। ফলে লুকলা বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে। সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ থাকায় এভারেস্ট বেস ক্যাম্প থেকে ফিরে আসা পর্যটকরা কাঠমান্ডুতে যেতে পারছেন না।

পর্যটকেরা হোটেল ও আশেপাশের অন্যান্য আবাসস্থলে আটকা পড়েছেন। পর্যটনের মৌসুম হওয়ায় সাধারণত প্রতিদিন অনেক ফ্লাইট চলে, কিন্তু আবহাওয়ার কারণে সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, তাদের সংস্থার অন্তত এক হাজার ৫০০ জন পর্যটক বর্তমানে লুকলায় আটকা পড়েছেন।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ভারী বর্ষণ এবং তুষারপাত আগামী দুই দিনও অব্যাহত থাকতে পারে এবং কোশিসহ অন্যান্য পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Spread the News
error: Content is protected !!