জমা জলে হাবুডুবু খাচ্ছে শতাধিক পরিবার, অবশেষে খুলল বেতুকান্দি স্লুইচ গেট
রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ জুন : গত দুই বছরে বারবার সংবাদ শিরোনামে চলে এসেছে শিলচর বেতুকান্দি বাঁধ। বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করলে ফের শিরোনাম দখল করে বেতুকান্দি। স্লুইচ গেটের ফাঁকা অংশ দিয়ে জল প্রবেশ শুরু করলে পরিলক্ষিত হয় দৌঁড়ঝাপ। জিও ব্যাগে মাটি ভরাট করে বন্ধ করা হয়। প্রথম দিকে জল ঢোকার ফলে বাঁধের ভেতর শতাধিক পরিবার প্লাবিত হয়। কিন্ত নদীর জল কমার পক্ষকাল হয়ে গেলেও আজ অবদি ওইসব পরিবার গুলো জলের তলায়। কারও ঘরে জল আবার কারও রাস্তা বা উঠুনে জল। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবারগুলোর। এ ছাড়া জমা জলে নানা রোগের সৃষ্টি হচ্ছে। জমা জল থেকে পরিত্রাণ পেতে সম্মিলিতভাবে আন্দোলনে নামলেন ভুক্তভোগী পরিবারের লোকরা। সোমবার হাতে প্লে কার্ড নিয়ে জল সম্পদ বিভাগের বিরুদ্ধে গর্জে উঠেন। তাঁদের অভিযোগ বিভাগীয় গাফিলাতির জন্য আজ তাদের এই দশা। প্রতিবাদকারীদের অভিযোগ বরাক নদীর জল কমে গেলেও স্লুইচগেট খুলে না দেওয়ায় সৃষ্ট কৃত্রিম বন্যায় এখনও ডুবে রয়েছে তাঁদের বাড়িঘর, পথঘাট সবকিছু। তাই অবিলম্বে জল নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানান।
এ দিকে, এ দিন পৃথক ভাবে বেতুকান্দির রাস্তা নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। এলাকার নদীবাঁধ সংস্কারের কাজ কিছুটা সমাধান হলেও সড়কের বেহাল অবস্থায় বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। যাতায়াতের একমাত্র পথটি নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনায় বুধবার প্রতিবাদে নামলেন এলাকার ভুক্তভোগী জনগণ।
স্থানীয়রা জানান, ১০ বছর ধরে বেতুকান্দি এলাকার রাস্তা বেহাল থাকায় শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের। চলতি বর্ষার মরসুমে সড়কটি ভয়াবহ রূপধারণ করায় চলাফেরা করতে গিয়ে জনগণকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ সহ পড়ুয়াদের জন্য সড়কটি বর্তমানে যেন অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে। রাস্তা মেরামত সহ বেতুকান্দি স্লুইচ গেটের কাজ অতিসত্বর সম্পন্ন করার দাবি জানিয়েছেন। অন্যথায় আগামীতে এলাকার জনগণ বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী জনগণ।
এ দিন বিকেলে জলসম্পদ বিভাগ স্লুইসগেট খুলে দিলে জল বের হতে শুরু হয়।